পশ্চিমবঙ্গ

west bengal

Udaipur Murder Case: উদয়পুর হত্যাকাণ্ডে পাক-যোগ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

By

Published : Jun 29, 2022, 4:39 PM IST

Updated : Jun 29, 2022, 5:55 PM IST

পেশায় দর্জি কানহাইয়া লাল সাহুকে হত্যার ঘটনায় এবার সামনে এল আরেক চাঞ্চল্যকর তথ্য ৷ হত্যাকারীদের সঙ্গে সরাসরি পাক-যোগ পেলেন তদন্তকারীরা (Big disclosure has come to the fore in the Udaipur Murder Case) ৷

Udaipur Murder Case News
Udaipur Murder Case News

উদয়পুর, 29 জুন: মঙ্গলবার নৃশংস ঘটনার সাক্ষী থেকেছে রাজস্থানের উদয়পুর ৷ এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায় ৷ পেশায় দর্জি কানহাইয়া লাল সাহুকে হত্যার ঘটনায় এবার সামনে এল আরেক চাঞ্চল্যকর তথ্য ৷ হত্যাকারীদের সঙ্গে সরাসরি পাক-যোগ পেলেন তদন্তকারীরা (Big disclosure has come to the fore in the Udaipur Murder Case) ৷ একই সঙ্গে পরিষ্কার জানিয়ে দেওয়া হল, সাম্প্রদায়িক হিংসা নয়, উদয়পুর হত্যাকাণ্ডের পেছনে রয়েছে জঙ্গিযোগ ৷

এই ঘটনায় দুই আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘাউস মহম্মদ এবং রিয়াজ গব্বর নামের দুই অভিযুক্তকে ইতিমধ্যেই এনআইএ-এর হাতে তুলে দেওয়া হয়েছে ৷ বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে অভিযুক্তদের পাকিস্তান যোগের কথা সামনে এসেছে । জানা গিয়েছে, দুই আসামির মধ্যে একজন পাকিস্তানে গিয়েছিল । রাজস্থানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজেন্দ্র যাদব জানিয়েছেন, অভিযুক্ত ঘাউস মোহাম্মদ 2014-15 সালে 45 দিন পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে ৷ কয়েকদিন আরব এবং নেপালেও প্রশিক্ষণ নিয়েছে সে ৷

মঙ্গলবার দুপুরে উদয়পুর শহরের ধানমান্ডি এলাকায় দোকানে ঢোকে কুপিয়ে খুন করা হয় কানাইলাল সাহুকে ৷ গোটা ঘটনা মোবাইল ক্যামেরায় বন্দি করে তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় ৷ বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নেত্রী নূপুর শর্মার সমর্থনে সামাজিক মাধ্যমে একটি লেখা পোস্ট করেছিলেন কানহাইয়া লাল সাহু ৷ ভিডিয়োতে দাবি করা হয়েছে, নূপুর শর্মার সমর্থনে পোস্ট করায় কানহাইয়া লালকে খুন করা হয়েছে বলে ৷

আরও পড়ুন : উদয়পুরে ব্যবসায়ীকে ক্যামেরার সামনে খুন, হিংসা রুখতে রাজস্থানে এক মাসের জন্য 144 ধারা

পুলিশ সূত্রে খবর, ভিডিয়োতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হুমকি দেওয়া হয়েছে ৷ তদন্তকারীদের দাবি, 10 দিন আগে ওই খুনের ছক কষা হয় ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উদয়পুর শহরে ৷ বেশকিছু জায়গায় গাড়ির টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে ৷ ঘটনার প্রতিবাদে দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা ৷ সকলকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ৷ ঘটনার নিন্দা করে, দোষীদের কঠোরতম শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি ৷

Last Updated : Jun 29, 2022, 5:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details