উদয়পুর, 30 জুন: মঙ্গলবার নৃশংস ঘটনার সাক্ষী থেকেছে রাজস্থানের উদয়পুর ৷ এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায় ৷ এই ঘটনায় দুই আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘাউস মহম্মদ এবং রিয়াজ গব্বর নামের দুই অভিযুক্তকে ইতিমধ্যেই এনআইএ-এর হাতে তুলে দেওয়া হয়েছে ৷ তারপরেই সামনে এসেছে দুই আততায়ীর পাক যোগের (পড়ুন জঙ্গি যোগ) খবর ৷ এবার ফের সামনে এল আরেক চাঞ্চল্যকর তথ্য (Killers had plans to murder another businessman) ৷
জানা গিয়েছে, শুধু কানহাইয়া লাল'ই নন, আততায়ীদের নিশানায় ছিলেন আরেক ব্যবসায়ীও ৷ গত 7 জুলাই সামাজিক মাধ্যমে নূপুর শর্মার সমর্থনে কথা বলার পরেই তাঁকে খুন করার পরিকল্পনা করে দুই আততায়ী ৷ যদিও, শহরের বাইরে থাকায় তিনি প্রাণে বেঁচে যান ৷ ওই ব্যবসায়ীর বাবা জানিয়েছেন, 9 জুন থেকেই তাঁর দোকানে সন্দেহভাজনদের আনাগোনা বেড়ে যায় ৷ আগাম বিপদ আঁচ করতে পেরেই শহর ছাড়েন ব্যবসায়ী ৷
এনআইএ জানিয়েছে, দুই অভিযুক্তকেই জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে ৷ তাদের মোবাইল এবং যাবতীয় ইলেকট্রনিক ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে । তাদের সোশাল মিডিয়া পোস্ট এবং চ্যাট-সহ যাবতীয় বিবরণ পেতে সাইবার এবং ফরেনসিক দলের সাহায্য নিচ্ছে তদন্তকারী সংস্থা ।