সোনিপত (হরিয়ানা), 15 অক্টোবর : পুলিশের দেওয়া ব্যারিকেডে ঝুলছে হাত-কাটা মানুষের মৃতদেহ ৷ শুক্রবার সকালে হরিয়ানা-দিল্লি সীমান্তে অবস্থিত সিঙ্ঘু সীমানায় (Haryana-Delhi Singhu border) খবরটি নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই বীভৎস ছবি ৷ প্রায় অর্ধনগ্ন মৃতদেহটি ব্যারিকেড থেকে ঝুলছে ৷
সূত্রে জানা গিয়েছে, কৃষকেরা গত এক বছর ধরে কেন্দ্রের 3টি কৃষি আইনের বিরোধিতায় দিল্লির সিঙ্ঘু সীমান্তে যে জায়গায় আন্দোলন করছেন, এই যুবকের মৃতদেহটি ঠিক সেই জায়গাতে টাঙিয়ে রাখা হয়েছিল ৷ অভিযোগ, ওই যুবক শিখ ধর্মগ্রন্থ ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল, সেই সময় সে হাতেনাতে ধরা পড়ে ৷ এখনও অবধি এই তথ্য নিশ্চিত করে জানায়নি পুলিশ আধিকারিকেরা ৷