ইন্দোর, 19 জানুয়ারি: কীভাবে ইন্দোরের অনাথ আশ্রমে তাদের উপর অত্যাচার চালানো হত, সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করল এক নাবালিকা ৷ পিটিআইয়ের খবর অনুযায়ী, সে জানিয়েছে, কোনও ভুল হলেই অনাথ আশ্রমের সবার জন্য ভয়ংকর সব শাস্তি অপেক্ষা করে থাকত ৷ গরম চিমটা দিয়ে গায়ে ছেঁকা দেওয়ার অভিযোগ করেছে ওই নাবালিকা ৷ এমনকী উলটো করে ঝুলিয়ে দেওয়া হত তাদের ৷ ওই অবস্থায় শুকনো লংকা পোড়ানো হত। সেই ধোঁয়া প্রবেশ করত শরীরে ৷
এই ঘটনায় ইন্দোরের বিজয়নগরে অবস্থিত অনাথ আশ্রমের পাঁচ মহিলা কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ ৷ সেই সঙ্গে অনাথ আশ্রমটিকে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ৷ পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, শিশু কল্যাণ কমিটির (সিডব্লিউসি) সামনে নির্যাতনের শিকার বাচ্চারা ওই সব ভয়াবহ ঘটনাগুলির বর্ণনা দিয়েছে ৷ শাস্তির নামে বাচ্চাদের উপর অমানবিক অত্যাচার ও খারাপ আচরণের অভিযোগে পাঁচ মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ ওই পুলিশ কর্তা জানিয়েছেন, জেলা প্রশাসনের তরফে ওই অনাথ আশ্রমটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে ৷
পুলিশ এটিকে অনাথ আশ্রম বলে দাবি করেছে ৷ কিন্তু, যে স্বেচ্ছাসেবী সংস্থার মদতে এখানে সবরকম পরিষেবা দেওয়া হত, তাদের মতে এটি একটি হস্টেল ৷ অন্যদিকে, এই ঘটনায় প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে ৷ তার বিরুদ্ধেও মধ্যপ্রদেশ হাইকোর্ট একটি হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করেছে ওই স্বেচ্ছাসেবী সংস্থাটি ৷ এমনকি সংস্থার তরফে পুলিশের এফআইআরে উল্লেখ করা সব অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷
উল্লেখ্য, গত 12 জানুয়ারি এই অনাথ আশ্রমটিতে তালা দিয়েছিল প্রশাসন ৷ আর সেখানে বসবাসকারী 14 বছরের মধ্যে থাকা সকল বাচ্চাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে ৷ মূলত, সরকারি হোম এবং অন্যান্য সংস্থার বেসরকারি হোমে বাচ্চাগুলিকে রেখে প্রশাসন ৷ উল্লেখ্য, ওই অনাথ আশ্রমে বেশ কয়েকজন বাচ্চাকে বন্দি করে রাখা হয়েছিল ৷ তারা শিশু কল্যাণ কমিটির কাছে অভিযোগ করেছে যে, শাস্তির নামে তাদের উপর নানানভাবে অত্যাচার করা হত ৷ যার মধ্যে সবচেয়ে ভয়াবহ হল, শরীরে গরম চিমটা দিয়ে ছেঁকা দেওয়ার মতো ঘটনা ৷ এমনকী এক 4 বছরের বাচ্চা মেয়েকে জামা নোংরা হওয়ায় মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে ৷
আরও পড়ুন:
- রক্ষই ভক্ষক! অনাথ আশ্রমে যৌন নির্যাতনের শিকার নাবালিকা
- সরকার অনুমোদিত হওয়া সত্ত্বেও মেলেনি সাহায্য, অনাথ আশ্রমের পাশে দাঁড়ালেন রেশন ডিলার
- মেলেনি সরকারি সাহায্য, অনাহারে দিন কাটছে অনাথ আশ্রমের শিশুদের