পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইন্দোরে অনাথ আশ্রমে বাচ্চাদের উপর অমানবিক অত্যাচারের অভিযোগ, 5 মহিলার বিরুদ্ধে এফআইআর

Orphanage Kids Allegedly Abused and Burn with Hot Tongs: ইন্দোরের একটি অনাথ আশ্রমের বাচ্চাদের উপর মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ ৷ ঘটনায় 5 মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের ৷

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2024, 6:01 PM IST

ETV BHARAT FIles
ETV BHARAT FIles

ইন্দোর, 19 জানুয়ারি: কীভাবে ইন্দোরের অনাথ আশ্রমে তাদের উপর অত্যাচার চালানো হত, সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করল এক নাবালিকা ৷ পিটিআইয়ের খবর অনুযায়ী, সে জানিয়েছে, কোনও ভুল হলেই অনাথ আশ্রমের সবার জন্য ভয়ংকর সব শাস্তি অপেক্ষা করে থাকত ৷ গরম চিমটা দিয়ে গায়ে ছেঁকা দেওয়ার অভিযোগ করেছে ওই নাবালিকা ৷ এমনকী উলটো করে ঝুলিয়ে দেওয়া হত তাদের ৷ ওই অবস্থায় শুকনো লংকা পোড়ানো হত। সেই ধোঁয়া প্রবেশ করত শরীরে ৷

এই ঘটনায় ইন্দোরের বিজয়নগরে অবস্থিত অনাথ আশ্রমের পাঁচ মহিলা কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ ৷ সেই সঙ্গে অনাথ আশ্রমটিকে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ৷ পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, শিশু কল্যাণ কমিটির (সিডব্লিউসি) সামনে নির্যাতনের শিকার বাচ্চারা ওই সব ভয়াবহ ঘটনাগুলির বর্ণনা দিয়েছে ৷ শাস্তির নামে বাচ্চাদের উপর অমানবিক অত্যাচার ও খারাপ আচরণের অভিযোগে পাঁচ মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ ওই পুলিশ কর্তা জানিয়েছেন, জেলা প্রশাসনের তরফে ওই অনাথ আশ্রমটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে ৷

পুলিশ এটিকে অনাথ আশ্রম বলে দাবি করেছে ৷ কিন্তু, যে স্বেচ্ছাসেবী সংস্থার মদতে এখানে সবরকম পরিষেবা দেওয়া হত, তাদের মতে এটি একটি হস্টেল ৷ অন্যদিকে, এই ঘটনায় প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে ৷ তার বিরুদ্ধেও মধ্যপ্রদেশ হাইকোর্ট একটি হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করেছে ওই স্বেচ্ছাসেবী সংস্থাটি ৷ এমনকি সংস্থার তরফে পুলিশের এফআইআরে উল্লেখ করা সব অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

উল্লেখ্য, গত 12 জানুয়ারি এই অনাথ আশ্রমটিতে তালা দিয়েছিল প্রশাসন ৷ আর সেখানে বসবাসকারী 14 বছরের মধ্যে থাকা সকল বাচ্চাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে ৷ মূলত, সরকারি হোম এবং অন্যান্য সংস্থার বেসরকারি হোমে বাচ্চাগুলিকে রেখে প্রশাসন ৷ উল্লেখ্য, ওই অনাথ আশ্রমে বেশ কয়েকজন বাচ্চাকে বন্দি করে রাখা হয়েছিল ৷ তারা শিশু কল্যাণ কমিটির কাছে অভিযোগ করেছে যে, শাস্তির নামে তাদের উপর নানানভাবে অত্যাচার করা হত ৷ যার মধ্যে সবচেয়ে ভয়াবহ হল, শরীরে গরম চিমটা দিয়ে ছেঁকা দেওয়ার মতো ঘটনা ৷ এমনকী এক 4 বছরের বাচ্চা মেয়েকে জামা নোংরা হওয়ায় মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন:

  1. রক্ষই ভক্ষক! অনাথ আশ্রমে যৌন নির্যাতনের শিকার নাবালিকা
  2. সরকার অনুমোদিত হওয়া সত্ত্বেও মেলেনি সাহায্য, অনাথ আশ্রমের পাশে দাঁড়ালেন রেশন ডিলার
  3. মেলেনি সরকারি সাহায্য, অনাহারে দিন কাটছে অনাথ আশ্রমের শিশুদের

ABOUT THE AUTHOR

...view details