পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kidney Trafficking: রোগীর অজান্তে অস্ত্রোপচারে গায়েব কিডনি, যোগীরাজ্যের হোমগার্ডের অভিযোগে হইচই

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কাশগঞ্জে জেলাশাসকের বাসভবনে হোমগার্ডের দায়িত্বে রয়েছেন সুরেশ চন্দ্র ৷ তাঁর অভিযোগ, কিডনি স্টোন (Kidney Stone) অস্ত্রোপচারের নামে তাঁর একটি কিডনি (Kidney) গায়েব করে দেওয়া হয়েছে ৷ এই নিয়ে তিনি কাঠগড়ায় তুলেছেন এক বেসরকারি হাসপাতালের চিকিৎসককে ৷

kidney-missing-after-surgery-done-for-kidney-stone-in-uttar-pradesh-kasganj
Kidney Trafficking: রোগীর অজান্তে অস্ত্রোপচারে গায়েব কিডনি, যোগীরাজ্যের হোমগার্ডের অভিযোগে হইচই

By

Published : Nov 11, 2022, 12:42 PM IST

কাশগঞ্জ (উত্তরপ্রদেশ), 11 নভেম্বর: কিডনিতে স্টোন (Kidney Stone) হয়েছে ৷ সেই কারণে হাসপাতালে ভরতি হয়েছিলেন সুরেশ চন্দ্র নামে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক হোমগার্ড (Home Guard) ৷ কিন্তু অস্ত্রোপচারের পর তিনি দেখলেন চিকিৎসক তাঁর একটি কিডনি (Kidney) গায়েব করে দিয়েছে ৷ উত্তরপ্রদেশের কাশগঞ্জের বাসিন্দা ওই হোমগার্ড এমনই অভিযোগ তুলেছেন ৷

সুরেশ এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন ৷ তিনি কাশগঞ্জের জেলাশাসক বাসভবনে হোমগার্ডের কাজ করেন ৷ তাঁর দাবি, চলতি বছরের 12 এপ্রিল তাঁর শারীরিক পরীক্ষা হয় ৷ তার পর তিনি জানতে পারেন যে তাঁর শরীরের বাঁদিকের কিডনিতে স্টোন হয়েছে ৷ চিকিৎসক তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেন ৷

তিনি জানিয়েছেন, গত 14 এপ্রিল তিনি পারি হাসপাতালে ভরতি হন ৷ সেখানেই তাঁর অস্ত্রোপচার হয় ৷ প্রথমে তিনি বিষয়টি বুঝতে পারেননি ৷ প্রায় আট মাস পর তিনি টের পেয়েছেন যে তাঁর শরীরে একটি কিডনি নেই (Kidney Trafficking) ৷ তাঁর দাবি, কিছুদিন ধরেই তাঁর পেটে ব্যাথা হচ্ছিল ৷ ওই একই হাসপাতালে তিনি আবার শারীরিক পরীক্ষা করান ৷ তার বিষয়টি নজরে আসে ৷

সুরেশের অভিযোগ পারি হাসপাতালের কর্মী রণবীর চৌহানের বিরুদ্ধে ৷ শারীরিক পরীক্ষার পর তাঁকে রণবীরই কিডনি স্টোনের কথা জানিয়েছিলেন ৷ আর ওই হাসপাতালে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন ৷

আরও পড়ুন:কাজ হারিয়ে সংসার চালাতে হিমশিম, কিডনি বিক্রি করতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিশেষভাবে সক্ষম যুবকের

ABOUT THE AUTHOR

...view details