জয়পুর, 27 মে :ডায়নোসরের মল-মূত্রের হিরেতে পরিণত হওয়া, আরও নানারকম পাথর, গয়না, আছে এখানে ৷ তাই নাম 'খাজানা মহল' ৷ রাজস্থানের গোলাপি শহর জয়পুরে নতুন মিউজিয়ামে রয়েছে দেশ-বিদেশের দুষ্প্রাপ্য এবং বিরল পাথর ৷ জনসাধারণের জন্য তা খুলে দেওয়া হবে জুনে ৷ 12 হাজার স্কোয়ার ইয়ার্ডসের উপর তৈরি খাজানা মহলকে সুরক্ষিত রাখতে 3 ফুটের দেওয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে ৷ এছাড়া বাড়তি নজরদারিতে হাই-টেক সুরক্ষা ব্যবস্থা আছে (Khazana Mahal museum of rare gems and jewellery in Jaipur Rajasthan) ৷
বৃহস্পতিবার এই সংগ্রহশালার প্রতিষ্ঠাতা অনুপ শ্রীবাস্তব একটি সংবাদসংস্থাকে জানান, এই মিউজিয়ামটি আসলে 87 বছরের গয়না ব্যবসায়ী ড. রজনীকান্ত শাহের স্বপ্নের ফসল ৷ তিনি এখন নিউ ইয়র্কে থাকেন ৷
অনুপ বলেন, "রজনীকান্ত নাহারগড় ফোর্টে জয়পুর ওয়াক্স মিউজিয়ামে গিয়েছিলেন ৷ সেখান থেকেই তিনি উৎসাহ পান এবং আমাকে এই প্যালেসের ভাবনাটি বলেন ৷" 200 বছরের পুরনো হাভেলিকে সারিয়ে এই মিউজিয়াম বানানো হয়েছে ৷ আগে এর নাম ছিল 'চিতা কি হৌদি বারুদ খানা' ৷ হাভেলিকে খাজানা মহলের রূপ দিতে আড়াই বছর সময় লেগেছে, জানালেন অনুপ ৷