সিকার, 8 অগস্ট: পদপিষ্ট হয়ে মৃত্যু হল তিন মহিলার ৷ আহত হয়েছেন আরও তিন জন ৷ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকার জেলার খাতুশ্যামজিতে (3 Women Die in Rajasthan) ৷
জানা গিয়েছে, একটি মন্দির চত্বরে মেলা বসেছিল। ভোর 4টা নাগাদ মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় । এমতাবস্থায় ছাটাছুটি করতে শুরু করেন সকলে । তার মধ্যে পড়ে 3 জন মহিলার মৃত্যু হয় । আহত হন আরও কয়েকজন । মৃত মহিলাদের মধ্যে একজন হিসারের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ অন্য দু'জনের পরিচয় জানা যায়নি ৷