পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kharge Fires at Modi: মোদিকে বিষধর সাপ বলে বিপাকে কংগ্রেস সভাপতি, সমালোচনায় বিজেপি - বাড়ছে রাজনৈতিক উত্তাপ

কর্ণাটকে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ ৷ সকাল গড়িয়ে রাত হয়ে গেলেও কংগ্রেস সভাপতির এক মন্তব্যের জেরে কার্যত কোণঠাসা পরিস্থিতি কংগ্রেসের ৷ চাপের মুখে অবশেষে নতি স্বীকার কংগ্রেস সভাপতির ৷

Etv Bharat
মোদিকে বিষধর সাপ বলে বিপাকে কংগ্রেস

By

Published : Apr 27, 2023, 10:04 PM IST

নয়াদিল্লি, 27 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'বিষাক্ত সাপে'র সঙ্গে তুলনার পর সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি ৷ ঘটনার প্রাথমিক প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ স্পষ্টতই জানান, কংগ্রেসের অন্দরের ঘৃণা বেরিয়ে আসছে ৷ এমনকী চাপের মুখে খাড়গে নিজের মন্তব্যের জেরে ক্ষমা চেয়ে নেওয়ার পরও বিজেপির আক্রমণ থামেনি ৷ কার্যত এই ইস্যুতেই দিনভর উত্তপ্ত থাকল দেশীয় রাজনীতি ৷

কর্ণাটক ভোট যত এগিয়ে আসছে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ ৷ সকাল গড়িয়ে রাত হয়ে গেলেও এক মন্তব্যের জেরে কার্যত কোণঠাসা কংগ্রেস ৷ বৃহস্পতিবার সকালেই কর্ণাটকের এক জনসভা থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে বিষধর সাপের সঙ্গে তুলনা করে বসেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ এরপরই একের পর এক বিজেপি কেন্দ্রীয় নেতা কংগ্রেসকে তীব্র আক্রমণ করতে থাকেন ৷ শেষে অবশ্য রণে ভঙ্গ দিয়ে খাড়গে ভুল শুধরে নেন ৷ ঘুরিয়ে তিনি দাবি করেন, আসলে মোদিকে নয়, বরং বিজেপির আদর্শের সঙ্গে বিষাক্ত সাপের তুলনা করতে চেয়েছেন তিনি ৷ তাতে অবশ্য চিঁড়ে ভেজেনি ৷ পালটা কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, "কংগ্রেসের হতাশা যত বাড়ছে, মোদির প্রতি তাঁদের কটূব্যবহার বাড়ছে।"

এদিন কর্ণাটকে কালবুর্গির জনসভায় খাড়গে বলেন, "প্রধানমন্ত্রী মোদি হলেন বিষাক্ত সাপের মতো। আপনি হয়তো ভাববেন, এই সাপে কি বিষ আছে? কিন্তু একবারও সাপটিকে চেটে ফেললে, মৃত্যু অবধারিত।" খাড়গের এই মন্তব্যের পরই স্বাভাবিকভাবেই কংগ্রেসের উপর ঝাপিয়ে পড়েছে বিজেপি ৷ আইনমন্ত্রী কিরেণ রিজিজু টুইটারে কংগ্রেসকে কটাক্ষ করে লিখেছেন, "কংগ্রেসের এই বিষাক্ত মানসিকতার জন্য মানুষকে সজাগ থাকতে হবে। এই দেশের মানুষ মোদিজিকে তাঁদের নেতা হিসাবে বিশ্বাস করে ৷"

কর্ণাটকে 10 মে বিধানসভা নির্বাচনের জন্য দলের প্রচারে রীতিমতো আদা জল খেয়ে ঝাপিয়েছে খাড়গে, রাহুলরা ৷ এদিন সন্ধ্যায় এক জনসভায় রাহুল গান্ধি জানিয়েছেন, কংগ্রেস যে রাজ্যে ক্ষমতায় আসছে তা একরকম নিশ্চিত ৷ এমনকী ক্ষমতায় এলে ভোটের সব প্রতিশ্রুতি পালন হবে বলেও জানান তিনি ৷ যদিও বিজেপি নেতা অমিত মালব্য খাড়গের বক্তব্যের ভিডিয়োটি টুইট করে লিখেছেন, "এখন কংগ্রেস সভাপতি খাড়গে প্রধানমন্ত্রী মোদিকে 'বিষাক্ত সাপ' বলছেন, যা শুরু হয়েছিল সোনিয়া গান্ধির 'মৌত কা সওদাগর' দিয়ে ৷ তবে আমরা নিশ্চিত এসবের ফলে কংগ্রেস আরও নীচে নেমে যাচ্ছে। এই হতাশাতেই স্পষ্ট কর্ণাটকে কংগ্রেস জমি হারিয়েছে।"

খাড়গে অবশ্য পরে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে তাঁর মন্তব্য থেকে কিছুটা সরে জানিয়েছেন, তাঁর উদ্দেশ্য কারও অনুভূতিতে আঘাত করা ছিল না ৷ তাঁর কথায়, "মন্তব্যটি প্রধানমন্ত্রী মোদির জন্য নয়, তিনি যে আদর্শের প্রতিনিধিত্ব করেন তার জন্য ৷"

আরও পড়ুন: গালওয়ান সংঘর্ষের পর প্রথম, চিনা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক রাজনাথের

ABOUT THE AUTHOR

...view details