হায়দরাবাদ, 26 মার্চ: প্রতিটা ছেলেমেয়ের নিজের বিয়ে নিয়ে একটা স্বপ্ন থাকে ৷ নতুন পথচলায় জীবন সঙ্গীকে নিয়ে বিশেষ দিনটা আরও বিশেষ করে তোলার একটা অনবদ্য প্রয়াস থাকেই ৷ সেই তালিকায় এখন নতুন সংযোজন 'ডেস্টিনেশন ওয়েডিং' (destination weddings) ৷ সামনে নীল সমুদ্র খোলা আকাশ অথবা চারিপাশে পাহাড়, মনোরম প্রাকৃতিক সেই দৃশ্য বিয়ের আমেজকে করে তোলে আরও প্রাণবন্ত, আরও স্মৃতিময় ৷ ডেস্টিনেশন ওয়েডিং অবশ্যই খরচসাপেক্ষ কিন্তু কাছের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের নিয়ে নিজের বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তোলে এই ডেস্টিনেশন ওয়েডিং৷ তবে এই সব মুহূর্তকে আরও স্পেশাল করে তোলার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন ড্রীমজক্রাফটের (CEO of DreamzKrraft) ফাউন্ডার ও সিইও প্রীতি এস সিধওয়ানি ৷ কী বলেছেন তিনি ? প্রীতি বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছেন যেগুলো একটা পারফেক্ট ডেস্টিনেশন ওয়েডিং-এর ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য ৷
প্রথমেই জানতে হবে ডেস্টিনেশন ওয়েডিং কোন সময়ে প্ল্যান করা উচিত? বাড়ির কাছে বাড়ি ভাড়া করে নয়, বরং কাছের মানুষের সঙ্গে ও পরিবার পরিজনের সঙ্গে নিভৃতে সময় কাটানোর (celebrating your special day) জন্যই এই প্ল্যান করে থাকেন সকলে ৷ ফলে বিয়ের আগেই ঠিক করে রাখতে হবে জায়গা ৷ যাতে বিয়ের দিন ঠিক হলেই সেই ভেনু আগে বুক করা যা য়৷ আর এর সঙ্গে অবশ্যই মনে রাখতে হবে অনেক সময় বিভিন্ন হোটেলে প্রচুর অফার থাকে ৷ তাই হঠাৎ করে হোটেল বা ভেনু বুক না-করে আগে থেকে একটু খোঁজখবর নিয়ে রাখা উচিত ৷
এরপর মাথায় রাখতে হবে অতিথি তালিকা ৷ মনে রাখতে হবে যেহেতু এই ক্ষেত্রে খরচ বেশি ৷ তাই অতিথি তালিকা বানাতে হবে ভেবেচিন্তে ৷ সবাইকে আমন্ত্রণ জানাানোর থেকে বরং আমন্ত্রণ জানানো উচিত তাঁদের, যাঁদের আপনি সত্যিই নিজের বিশেষ দিনে পাশে রাখতে চান ৷