নয়াদিল্লি, 28 এপ্রিল: দিল্লির জাহাঙ্গিরপুরীর হিংসার ঘটনায় (Jahangirpuri violence Case) বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ ধৃতের নাম ফরিদ আলিয়াস নীতু ৷ হনুমান জয়ন্তীর দিন ধর্মীয় শোভাযাত্রার সময় জাহাঙ্গিরপুরীতে যে হিংসা ছড়ায়, সেই ঘটনায় মূল অভিযুক্ত এই ব্যক্তি (key accused in jahangirpuri violence case arrested) ৷ দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ফরিদ এই হিংসার ঘটনায় সক্রিয়ভাবে যুক্ত ছিল ৷ ঘটনার তদন্তে দিল্লি পুলিশের বিশেষ দল বাংলায় গিয়েছে ৷ এদিন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে এক আত্মীয়ের বাড়ি থেকে ফরিদকে গ্রেফতার করে পুলিশ ৷ এদিনই বিমানে তাকে দিল্লি নিয়ে আসার কথা ৷
দিল্লি পুলিশ সূত্রে খবর, ঘটনার পরেই এলাকা থেকে পালায় এই অভিযুক্ত ৷ তারপর থেকে ক্রমাগত জায়গা বদলে পশ্চিমবঙ্গের নানা প্রান্তে পালিয়ে বেড়াচ্ছিল ফরিদ ৷ 2010 সাল থেকে জাহাঙ্গিরপুরী এলাকার একাধিক সমাজবিরোধী ঘটনায় নাম জড়িয়েছে এই ফরিদের ৷ তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই একাধিক মামলা রয়েছে ৷ রয়েছে অস্ত্র আইনে মামলাও ৷