লখনউ, 22 অগস্ট:'সরকারের থেকে সংগঠন বড়' ৷ সোমবার সকালে সামাজিক মাধ্যমে ঠিক এই লাইনটিই পোস্ট করেছেন কেশবপ্রসাদ মৌর্য (Keshav Prasad Maurya tweet) ৷ যোগীর ডেপুটির এই 'ওয়ান লাইনার' কার্যত দেশের সবচেয়ে বড় রাজ্যের রাজনৈতিক পালে জোর হাওয়া দিয়েছে ৷ এই টুইটের পর এখন প্রশ্ন, তবে কি 2024 লোকসভা ভোট মাথায় রেখে সরকারি তখত ছাড়ছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী (Keshav Prasad Maurya) ? আর তা যদি হয় তাহলে তাঁকে দলের বড় কোনও দায়িত্বে নিয়ে আসা হচ্ছে ।
রবিবার কার্যত উত্তাল হয়ে উঠেছিল উত্তরপ্রদেশ ৷ পুলিশের নামে ভুয়ো ফেসবুক পেজ ! আর তা থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (CM Yogi Adityanath) মাথার দাম ৷ মুখ্যমন্ত্রীর মাথা কেটে বাদ দিতে পারলে তাঁকে দু'কোটি টাকা দিয়ে পুরস্কৃত করা হবে । সেই পোস্ট ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে ৷ এবার টুইট করে রাজ্য-রাজনীতিতে আরেক জল্পনার জন্ম দিলেন মৌর্য ৷