কোল্লাম (কেরালা) : বিশ্ব পরিবেশ দিবস আর গাছ লাগানো হবে না , তা কী হয় ? তবে তাই বলে গাঁজা গাছ ! হ্যাঁ , ঠিকই ৷ একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ সেখানে দেখা যায় , কয়েকজন যুবক রাস্তার ধারে গাঁজার চারা পুঁতছে ৷ আর ভিডিয়োর মাধ্যমে বার্তা দিচ্ছেন , একমাত্র এই ধরনের গাছই তাঁদের প্রিয় ৷ পাশাপাশি গাছগুলিকে নির্দিষ্ট জায়গায় বেড়ে উঠতে দেওয়ার কাতর আর্জি জানান ৷
কেরালার কোল্লামের একটি গ্রামের ঘটনা ৷ গতকালই বিষয়টি কোল্লামের আবগারি বিভাগের নজরে আসে ৷ সেই মতো পুরো বিষয়টি খতিয়ে দেখতে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান ৷ গিয়েই তো তাঁদের চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় ৷
একটা 60 সেন্টিমিটার আর অন্যটি 30 সেন্টিমিটারের মতো লম্বা দুটি গাঁজার চারা পোঁতা রয়েছে রাস্তার ধারে ৷ ঘটনাটিকে মোটেও ভালভাবে দেখছে না প্রশাসন । তাঁদের খোঁজ শুরু হয়েছে । যদিও ওই যুবকদের এখনও পাকড়াও করতে পারেনি পুলিশ ৷ আবগারি বিভাগের এক অধিকর্তা জানিয়েছেন , কান্দাচিরার কুরুসাদি জংশন ও বাইপাসের মধ্যবর্তী একটি জায়গায় গাঁজার চারাগুলি রয়েছে ৷