পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Independence Special : কেরালার পাজহাসসি রাজা সংগঠিত ব্রিটিশদের বিরুদ্ধে তির-ধনুক নিয়ে লড়াই করেছিলেন - ইস্ট ইন্ডিয়া কোম্পানি

কেরালার মালাবার অঞ্চলে বিপ্লব সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কেরল বর্মা প্যাজহাসসি রাজা ৷ কেরালার অন্য রাজারা যখন ব্রিটিশ শাসন মেনে নিয়ে কর দেওয়া শুরু করেন, তখন তা করতে অস্বীকার করেন প্যাজহাসসি রাজা ৷ তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ান এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই শুরু করেন ৷

kerala-varma-pazhassiraja-the-peoples-king-who-led-a-valiant-war-against-british
Kerala Varma Pazhassiraja : কেরলের পাজহাসসিরাজা সংগঠিত ব্রিটিশদের বিরুদ্ধে তির-ধনুক নিয়ে লড়াই করেছিলেন

By

Published : Sep 25, 2021, 6:02 AM IST

Updated : Sep 25, 2021, 7:38 AM IST

হায়দরাবাদ, 24 সেপ্টেম্বর : স্বাধীনতার 75 বছরে পা দিয়েছে ভারত ৷ এই সন্ধিক্ষণে পরাধীন ভারতের সেই সমস্ত শাসক ও যোদ্ধাদের কথা ভুললে চলবে না, যাঁরা দেশমাতৃকাকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করতে লড়াই করেছিলেন ৷ কেরালার মালাবার অঞ্চলে (Malabar region) বিপ্লব সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কেরল বর্মা প্যাজহাসসি রাজা (Kerala Varma Pazhassiraja) ৷ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাঁর মতো বীর যোদ্ধার কথাও উল্লেখ থাকা উচিত ৷ ব্রিটিশদের (British Empire) বিরুদ্ধে কেরলের ওয়েনাড়ে (Kerala's Wayanad) যে সংগ্রামের ঘটনাটি ঘটেছিল, তার নেতৃত্বে ছিলেন পাজহাসসিরাজা ৷

আরও পড়ুন :Independence Special : ব্রিটিশদের চোখে চোখ রেখে লড়েছিলেন রামগড়ের রানি অবন্তী বাঈ

পাজহাসসি রাজা যেভাবে ব্রিটিশদের নাকানিচোবানি খাইয়েছিলেন, তা হায়দার আলি (Hyder Ali) ও টিপু সুলতান (Tipu Sultan) করতে পারেননি ৷ মজার বিষয় হল, শুরুতে তিনি ব্রিটিশদের পক্ষেই ছিলেন ৷ তাদের হয়েই মহীশূরের হায়দার ও টিপুর বিরুদ্ধে লড়াই শুরু করেন ৷ কিন্তু পরে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির (East India Company) আসল মতলব ধরতে পারেন ৷ কেরালার অন্য রাজারা যখন ব্রিটিশ শাসন মেনে নিয়ে কর দেওয়া শুরু করেন, তখন তা করতে অস্বীকার করেন পাজহাসসি রাজা ৷ তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ান এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই শুরু করেন ৷

আরও পড়ুন :Independence Special : যোদ্ধা, সুরের সাধক রাম সিং ঠাকুরিকে বেহালা উপহার দিয়েছিলেন নেতাজি

ব্রিটিশদের ছিল বন্দুক ও গোলা-বারুদ সমৃদ্ধ বাহিনী ৷ আর প্যাজহাসসি রাজা লড়াই করেছিলেন তির-ধনুক নিয়ে ৷ কিন্তু তিনি ব্রিটিশদের মারাত্মক ক্ষতি করেছিলেন ৷ যা পূরণ হওয়া সম্ভব ছিল না ৷ 1793 থেকে 1805 পর্যন্ত তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন ৷ তবে যুদ্ধক্ষেত্রেই তাঁর প্রাণ যায় ৷

পাজহাসসি রাজা নায়ার (Nair soldiers) ও কুরচিয়া সৈন্যদের (Kurichya soldiers) নিয়ে গেরিলা যুদ্ধ (guerrilla warfare) শুরু করেছিলেন ৷ ওয়েনাড় ও কন্নাভামের জঙ্গল (forests of Kannavam and Wayanad) ব্রিটিশদের বিরুদ্ধে সেই লড়াইয়ের সাক্ষী হয়ে আছে ৷ ব্রিটিশ সেনার (British army) বন্দুক ও গোলা-বারুদের সামনে বীর পাজহাসসি (Veera Pazhassi) নিজের সেনাকে ঐক্যবদ্ধ রাখতে সমর্থ হয়েছিলেন ৷

আরও পড়ুন :Independence Special : জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড পোক্ত করেছিল বিপ্লবের ভিত

পাজহাসসির সৈন্যদের (Pazhassi's army) ঐক্যবদ্ধ লড়াই ও দক্ষতার জন্য 1797-তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেরিয়া পাসে (Periya pass) ভয়ঙ্কর হারের সম্মুখীন হয়েছিল ৷ কোম্পানি রাজার সঙ্গে একটি চুক্তি করে ৷ তার পরও 1797 থেকে 1800-র মধ্যে পাজহাসসিরাজার সৈন্যরা কোম্পানিকে হেনস্তা করার কাজ চালিয়ে যেতে থাকে ৷ কিন্তু টিপুর পতন এবং অস্ত্রের আমদানি 1800 সালের পর ব্রিটিশদের পক্ষে শক্তি বাড়িয়ে দেয় ৷

বীরত্ব থেকেও প্রতারণা ও বিশ্বাসঘাতকতার উপর বেশি ভরসা করে পাজহাসসিকে হারানোর ছক কষতে থাকে ব্রিটিশরা ৷ তারা বিশ্বাসঘাতকদের খুঁজতে থাকে এবং তাদের সেনায় অন্তর্ভুক্ত করতে থাকে ৷ এরা পরে কোলকার (Kolkars) নামে পরিচিত হয় ৷ একটা গেরিলা সৈন্যেদলের বিরুদ্ধে পালটা গেরিলা সৈন্যবাহিনী তৈরি করে ব্রিটিশরা পাজহাসসি রাজাকে ওয়েনাড়ে বিচ্ছিন্ন করে দিতে সক্ষম হয় ৷

কেরালার পাজহাসসি রাজা সংগঠিত ব্রিটিশদের বিরুদ্ধে তির-ধনুক নিয়ে লড়াই করেছিলেন

দীর্ঘদিন সেনাবাহিনীতে দক্ষতার সঙ্গে কাজ করা আরথার ওয়েলেসলি (Arthur Wellesly) যেটা করতে পারেননি, সেটাই একজন সরকারি কর্মচারী হয়ে ধূর্ততার সঙ্গে করে দেখার টমাস হার্ভি বাবের (Thomas Hervy Baber) ৷ বিশ্বাসঘাতকতাকে হাতিয়ার করে তিনি সাফল্য পান ৷ তিনি পাজহাসসির ডেরা জানতে কয়েকজন স্থানীয় লোককে জোগাড় করেন, তাঁরা তাঁকে খবর দিয়েছিলেন ৷ তবে এই ধরনের খুব বেশি লোক জোগাড় করতে পারেননি তিনি, যাঁরা পাজহাসসির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে প্রস্তুত ছিলেন ৷

কেরালা ও কর্নাটকের সীমানার (Kerala-Karnataka border) কাছে অবস্থিত মাভিলামতোড়ু নদীর (Mavilamthodu river) তীরে 1805 সালে পাজহাসসি রাজা মারা যান ৷ তাঁর মৃত্যু সম্পর্কে দু’টি কাহিনি শোনা যায় ৷ কেউ কেউ বলেন ব্রিটিশের হাতে ধরা দেবেন না বলে তিনি একটি হিরের আংটি গিলে নিয়েছিলেন ৷ আবার কেউ কেউ বলেন যে তাঁকে ব্রিটিশরা গুলি করে মেরেছিল ৷

আরও পড়ুন :Independence Special : ক্ষমতার পালাবদল থেকে স্বাধীনতা লাভ, বহু ইতিহাসের সাক্ষী আজমেঢ় দুর্গ

তবে ব্রিটিশরা পূর্ণ মর্যাদা দিয়ে বীর পাজহাসসির মৃতদেহ মাভিলামতোড়ু নদীর তীর থেকে মননতাভাডি পাহাড়ে (Mananthavady hill) আনেন বলে যে কাহিনি শোনা যায়, তাও ঐতিহাসিক ৷ তবে পাজহাসসির দুই সেনাপতি তালাক্কাল চানতু (Talakkal Chanthu) ও এডাচেনা কুনকানের (Edachena Kunkan) কোনও শহিদ স্মারক এখনও নেই ৷ ইতিহাসবিদদের দাবি, বীর পাজহাসসির সংগ্রাম, তাঁর সাফল্যকে নতুন করে তুলে ধরতে এবং তাঁর বিপ্লবের সংগ্রামকে সংরক্ষিত করতে হবে ৷

ওয়েনাড়ে বীর পাজহাসসির সংগ্রামকে মনে রাখার জন্য দু’টি শহিদ স্মারক রয়েছে ৷ একটির নাম পাজহাসসি মেমোরিয়াল স্তূপ (Pazhassi Memorial Stupa) ৷ যা পুলপাল্লি মাভিলামতোড়ু নদীর (Pulpally Mavilamthodu) পাড়ে অবস্থিত ৷ সেখানেই পাজহাসসি রাজা শহিদ হয়েছিলেন ৷ আর মননতাভাডিতে রয়েছে পাজহাসসির সমাধি (Pazhassi Tomb), যেখানে স্মারক হিসেবে রাখা আছে তাঁর লড়াইয়ের কাহিনি ৷

Last Updated : Sep 25, 2021, 7:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details