কোচি, 30 অক্টোবর:কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর সোমবার সরাসরি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন ৷ তাঁর দাবি, খোদ মুখ্যমন্ত্রী কেরলে মৌলবাদী উপাদানের উত্থান এবং মৌলবাদের প্রতি চূড়ান্ত সহনশীলতা দেখিয়েছেন। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী চন্দ্রশেখর এদিন কালামাসেরিতে ধর্মীয় সমাবেশে বিস্ফোরণের জেরে মুখ্যমন্ত্রীকে পালটা আক্রমণ করে তীব্র সমালোচনা করেন।
সোশাল মিডিয়ায় বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর পোস্টগুলিকে কেন্দ্র করে তাঁর সাম্প্রদায়িক অবস্থানকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী বিজয়ন ৷ চন্দ্রশেখরের নাম না করে পালটা পোস্ট করে পিনারাই বিজয়ন জানতে চেয়েছিলেন, কোন তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় মন্ত্রী তাঁর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করেছেন ! কীভাবে একজন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ব্যক্তি তদন্তের সময়ে এই ধরনের বিবৃতি দিতে পারে, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিজয়ন ৷
তিরুঅনন্তপুরম সচিবালয় কমপ্লেক্সে সাংবাদিক বৈঠকে বিজয়ন অভিযোগ করেন, বিজেপি নেতার বক্তব্যগুলি সম্পূর্ণ সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় পালটা চন্দ্রশেখর স্পষ্ট করেছেন, তিনি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-হ্যান্ডেল পোস্টে কোনও সম্প্রদায়ের নাম উল্লেখ করেননি।
চন্দ্রশেখরের দাবি, "আমি হামাস সম্পর্কে কথা বলেছিলাম ৷ এটি এমন ছিল মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য এবং দেশের বৃহত্তর মুসলিম ভাই ও বোনদের সঙ্গে হামাসকে সমান করার চেষ্টা করছেন !" চন্দ্রশেখর রবিবার বিস্ফোরণের খবর বেরিয়ে আসার পরই এক্স-হ্য়ান্ডেলে পোস্ট করেছিলেন, " মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে নোংরা, নির্লজ্জ তোষণের রাজনীতি অভিযোগ রয়েছে ৷"