পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kerala Transgender Couple: বাবা কেন ? জন্মের সংশাপত্রে অভিভাবকের উল্লেখ থাকুক, দাবি রূপান্তরকামী জিয়া-জাহাদের - transgender

ট্রান্সজেন্ডার কমিউনিটিতে জিয়া ও জাহাদ এখন জনপ্রিয় দম্পতি ৷ সন্তানের জন্মের সংশাপত্রে 'বাবা'র জায়গায় 'অভিভাবক' লেখার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ এই রূপান্তরকামী দম্পতি ৷

ETV Bharat
কেরলের রূপান্তরকামী দম্পতি

By

Published : Jul 22, 2023, 11:42 AM IST

কোঝিকোড়, 22 জুলাই:সন্তানের জন্মের সংশাপত্রে 'বাবা'র জায়গায় 'অভিভাবক' লেখা হোক ৷ এই দাবিতে আদালতের দ্বারস্থ হলেন রূপান্তরকামী দম্পতি ৷ তাঁরা হাইকোর্টে দাবি জানিয়েছেন, সন্তানের জন্মনথিতে সংশোধন করে 'বাবা' এবং 'মা'য়ের জায়গায় 'পেরেন্টস' লেখা হোক ৷ জাহাদ এবং জিয়া পাভাল দেশের প্রথম রূপান্তরকামী অভিভাবক ৷ তাঁরা আদালতে জানিয়েছেন, আলাদা আলাদা করে বাবা এবং মা না-লিখে তার জায়গায় 'পেরেন্টস' লেখা হোক ৷ এই আবেদনের ভিত্তিতে কেরল হাইকোর্টের বিচারপতি এন নাগারেশ কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চেয়েছেন ৷ মামলার পরবর্তী শুনানি 27 জুলাই ৷

জাহাদ এবং জিয়া পাভাল গত তিন বছর ধরে কেরলের কোঝিকোড়ে একসঙ্গে থাকেন ৷ অন্য রূপান্তরকামীদের থেকে একটু অন্যভাবে বাঁচতে চেয়েছিলেন তাঁরা ৷ নিজেদের একটি সন্তান হোক । এমনটাই চেয়েছিলেন দম্পতি ৷ তাই লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার চলাকালীনই তাঁরা সন্তানের জন্ম দেন ৷

আরও পড়ুন: পুরুষ হয়ে ওঠার আগেই সন্তানের জন্ম দিলেন জাহাদ, আপ্লুত সঙ্গিনী জিয়া

উল্লেখ্য, জাহাদ জন্মগত নারী। কিন্তু তিনি অস্ত্রোপচার করে পুরুষ হয়েছেন ৷ জিয়া জন্মগত পুরুষ । অস্ত্রোপচার করে নারী হয়েছেন ৷ কয়েকটি ধাপে অস্ত্রোপচার করলে তবে পুরুষ থেকে নারী অথবা নারী থেকে পুরুষে পরিণত হওয়া যায় ৷ এরই মাঝে জাহাদের শরীরে জরায়ু এবং জিহাদের পুরুষাঙ্গ থাকাকালীনই জাহাদ সন্তানসম্ভবা হন ৷ তাই জাহাদ সন্তানের মা হলেও এখন তাঁর লিঙ্গপরিচয় পুরুষ ৷ অন্যদিকে, জিয়া বাবা হলেও তিনি লিঙ্গ পরিবর্তন করে নারী হয়েছেন ৷

কেরলের 1999 সালের জন্ম ও মৃত্যু নথিভুক্তিকরণ নিয়ম অনুযায়ী কোঝিকোড় পৌরসভা এই রূপান্তরকামী দম্পতির সন্তানের জন্য জন্মের সংশাপত্র দেয় ৷ সেখানে সন্তানের বাবার জায়গায় লেখা হয় জিয়া পাভাল (রূপান্তরকামী)। মায়ের জায়গায় জাহাদ (রূপান্তরকামী) লেখা হয় ৷ এদিকে জিয়া ও জাহাদের রূপান্তর সংক্রান্ত অস্ত্রোপচার চলাকালীন এই সন্তানের জন্ম হয় ৷ সন্তানের মায়ের লিঙ্গপরিচয় এখন পুরুষ ৷ এই মর্মে পৌরসভায় আবেদন জানালে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা খারিজ করে দেয় ৷ তাই আদালতের দ্বারস্থ হয়েছেন জিয়া-জাহাদ ৷

তাঁদের দাবি, জন্মের সংশাপত্রে অভিভাবক কথাটি লেখা থাকলে সন্তানের জন্মদাতা যে পুরুষ, সেই বিষয়টি এড়িয়ে যাওয়া যাবে ৷ জিয়া-জাহাদ তাঁদের আবেদনে আদালতের কাছে আরও জানিয়েছেন, পরে সন্তানের স্কুলে ভর্তির সময় বাবা ও মায়ের নাম নিয়ে সমস্যা তৈরি হতে পারে ৷ আধার এবং পাসপোর্টের ক্ষেত্রেও জটিলতা দেখা দিতে পারে ৷

আরও পড়ুন: কটাক্ষের জবাবে সাফল্যের সোপান গড়ে উচ্চমাধ্যমিকে সপ্তম রূপান্তরকামী স্মরণ্যা

এ বছরের 8 মার্চ এই রূপান্তরকামী দম্পতির একটি সন্তান হয় ৷ সন্তান প্রসবের অস্ত্রোপচারটি হয় কোঝিকোড় মেডিক্যাল কলেজে ৷ চিকিৎসকরা 4 মার্চ প্রসবের দিন ধার্য করেছিলেন ৷ তবে পরে তাঁরাই অস্ত্রোপচারের পরামর্শ দেন ৷ সেই সময় জিয়া পাভাল জানিয়েছিলেন, সন্তান এবং তাঁর মা সুস্থ রয়েছেন ৷ তবে তাঁরা সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করেননি ৷ দেশের ট্রান্সজেন্ডার কমিউনিটিতে এমন ঘটনা এই প্রথম ৷

ABOUT THE AUTHOR

...view details