কোঝিকোড়, 22 জুলাই:সন্তানের জন্মের সংশাপত্রে 'বাবা'র জায়গায় 'অভিভাবক' লেখা হোক ৷ এই দাবিতে আদালতের দ্বারস্থ হলেন রূপান্তরকামী দম্পতি ৷ তাঁরা হাইকোর্টে দাবি জানিয়েছেন, সন্তানের জন্মনথিতে সংশোধন করে 'বাবা' এবং 'মা'য়ের জায়গায় 'পেরেন্টস' লেখা হোক ৷ জাহাদ এবং জিয়া পাভাল দেশের প্রথম রূপান্তরকামী অভিভাবক ৷ তাঁরা আদালতে জানিয়েছেন, আলাদা আলাদা করে বাবা এবং মা না-লিখে তার জায়গায় 'পেরেন্টস' লেখা হোক ৷ এই আবেদনের ভিত্তিতে কেরল হাইকোর্টের বিচারপতি এন নাগারেশ কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চেয়েছেন ৷ মামলার পরবর্তী শুনানি 27 জুলাই ৷
জাহাদ এবং জিয়া পাভাল গত তিন বছর ধরে কেরলের কোঝিকোড়ে একসঙ্গে থাকেন ৷ অন্য রূপান্তরকামীদের থেকে একটু অন্যভাবে বাঁচতে চেয়েছিলেন তাঁরা ৷ নিজেদের একটি সন্তান হোক । এমনটাই চেয়েছিলেন দম্পতি ৷ তাই লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার চলাকালীনই তাঁরা সন্তানের জন্ম দেন ৷
আরও পড়ুন: পুরুষ হয়ে ওঠার আগেই সন্তানের জন্ম দিলেন জাহাদ, আপ্লুত সঙ্গিনী জিয়া
উল্লেখ্য, জাহাদ জন্মগত নারী। কিন্তু তিনি অস্ত্রোপচার করে পুরুষ হয়েছেন ৷ জিয়া জন্মগত পুরুষ । অস্ত্রোপচার করে নারী হয়েছেন ৷ কয়েকটি ধাপে অস্ত্রোপচার করলে তবে পুরুষ থেকে নারী অথবা নারী থেকে পুরুষে পরিণত হওয়া যায় ৷ এরই মাঝে জাহাদের শরীরে জরায়ু এবং জিহাদের পুরুষাঙ্গ থাকাকালীনই জাহাদ সন্তানসম্ভবা হন ৷ তাই জাহাদ সন্তানের মা হলেও এখন তাঁর লিঙ্গপরিচয় পুরুষ ৷ অন্যদিকে, জিয়া বাবা হলেও তিনি লিঙ্গ পরিবর্তন করে নারী হয়েছেন ৷