কোঝিকোড়, 5 মার্চ: এসএফআইয়ের বিক্ষোভের পরদিনই এশিয়ানেট সংবাদমাধ্যমের কোঝিকোড়ের অফিসে তল্লাশি চালাল কেরল পুলিশ (Police Raid at Asianet News Office) ৷ রবিবার এই তল্লাশি চালানো হয় ৷ এর আগে শনিবার বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের বিরুদ্ধে একটি অভিযোগ ওঠে ৷ এশিয়ানেট কর্তৃপক্ষ দাবি করে, কেরলে (Kerala) তাদের কোঝিকোড়ের (Kozhikode) দফতরে জোর করে ঢুকে পড়েন এসএফআই সদস্যরা ৷ তার 24 ঘণ্টা কাটতে না-কাটতেই পুলিশের এই তল্লাশি নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ তথ্য বলছে, রবিবার আটজন পুলিশকর্মী ও আধিকারিকের একটি দল এশিয়ানেটের কার্যালয়ে আসে ৷ তাঁদের নেতৃত্বে ছিলেন অ্য়াসিসট্য়ান্ট কমিশনার পদমর্যাদার একজন আধিকারিক ৷
সম্প্রতি এশিয়ানেটে একটি মেয়ের সাক্ষাৎকার সম্প্রচার করা হয় ৷ তাতে দাবি করা হয়, ওই মেয়েটি একজন মাদক সেবনকারী এবং যৌন হেনস্থার শিকার ৷ যদিও পুলিশের দাবি, এই মেয়েটি সম্পর্কে যে তথ্য পেশ করা হয়েছে, তা মিথ্যা এবং সাজানো ৷ সেই কারণেই এদিন এশিয়ানেটের অফিসে এই তল্লাশি অভিযান চালানো হয় ৷ পুলিশের প্রতিনিধিরা কার্যালয়ে ঢুকে সমস্তটা ঘুরে দেখেন এবং সর্বত্র তল্লাশি চালান ৷ তাঁরা একাধিক ফাইল ঘেঁটে দেখেন ৷ কম্পিউটারে রাখা বিভিন্ন তথ্যও সংগ্রহ করেন ৷