পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Blast in Kerala: কেরলের কনভেনশন সেন্টারে বিস্ফোরণে মৃত বেড়ে 2, আহত 52; তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর - কনভেনশন সেন্টারে বিস্ফোরণ

Blast at Kerala Convention Centre: কেরলের কালামাসেরির কনভেনশন সেন্টারে বিস্ফোরণে মৃত্যু হল দু'জনের ৷ আহত 52 জন ৷ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷

Blast in Kerala
কেরলে বিস্ফোরণ

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 12:17 PM IST

Updated : Oct 29, 2023, 9:21 PM IST

এর্নাকুলাম (কেরল), 29 অক্টোবর:কেরলে একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণে মৃত্যু হয়েছে 2 জনের ৷ আহত হয়েছেন 52 জন ৷ গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য পুলিশের ডিজি ঘটনাস্থলে যাচ্ছেন ৷ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷

রবিবার সকালে কালামাসেরিতে যে বিস্ফোরণটি হয়েছে সে বিষয়ে কেরলের মুখ্যমন্ত্রী বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা । আমরা ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছি । এর্নাকুলামে সব শীর্ষ আধিকারিক রয়েছেন । ডিজিপি ঘটনাস্থলে যাচ্ছেন । আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে দেখছি । আমি ডিজিপির সঙ্গে কথা বলেছি । তদন্তের পর বিস্তারিত জানতে হবে ৷"

রবিবার সকালে কেরলের কালামাসেরির একটি কনভেনশন সেন্টারে জোরালো বিস্ফোরণ হয় ৷ পুলিশ জানিয়েছে যে, বিস্ফোরণটি ঘটে জামরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে, যেখানে যিহোবার সাক্ষিদের একটি আঞ্চলিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল । নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি । বিস্ফোরণে প্রায় 52 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে । আহতদের কালামাসেরি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে ।

এ দিকে, বিস্ফোরণের পেছনে কারণ এখনও স্পষ্ট নয় । জানা গিয়েছে, সম্মেলনে যোগদানের জন্য প্রায় 2,300 জন নাম নিবন্ধন করেছিলেন । তিন দিন আগে শুরু হওয়া এই কর্মসূচি আজ সন্ধ্যার মধ্যে শেষ হবে ।

আরও পড়ুন:শিবকাশীতে বাজি কারখানায় বিস্ফোরণে বাড়ছে মৃত্যু, অর্থ-সাহায্য ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

পুলিশ জানিয়েছে যে, তারা সকাল 9টার দিকে বিস্ফোরণের বিষয়ে একটি ফোন পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় । শুরু হয় উদ্ধার অভিযান ৷ বিস্ফোরণস্থল থেকে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয় । সূত্র জানিয়েছে, কনভেনশন হলের ভেতরে একাধিক জায়গায় আগুন লেগেছে । সেখানে উপস্থিত আমন্ত্রিতরা বিশাল আগুনের গোলা ছড়িয়ে পড়তে দেখে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন ৷

অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর জন্য পৌঁছনোর সঙ্গে সঙ্গেই কনভেনশন সেন্টারের বাইরে বিপুল সংখ্যক লোক জড়ো হয়ে যান ৷ কর্মকর্তারা ঘটনার তদন্ত শুরু করেছেন । সম্মেলনের জন্য নিবন্ধিত 2,300 জনের মধ্যে কতজন এই ইভেন্টে অংশ নিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয় ।

Last Updated : Oct 29, 2023, 9:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details