এর্নাকুলাম (কেরল), 29 অক্টোবর:কেরলে একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণে মৃত্যু হয়েছে 2 জনের ৷ আহত হয়েছেন 52 জন ৷ গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য পুলিশের ডিজি ঘটনাস্থলে যাচ্ছেন ৷ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷
রবিবার সকালে কালামাসেরিতে যে বিস্ফোরণটি হয়েছে সে বিষয়ে কেরলের মুখ্যমন্ত্রী বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা । আমরা ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছি । এর্নাকুলামে সব শীর্ষ আধিকারিক রয়েছেন । ডিজিপি ঘটনাস্থলে যাচ্ছেন । আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে দেখছি । আমি ডিজিপির সঙ্গে কথা বলেছি । তদন্তের পর বিস্তারিত জানতে হবে ৷"
রবিবার সকালে কেরলের কালামাসেরির একটি কনভেনশন সেন্টারে জোরালো বিস্ফোরণ হয় ৷ পুলিশ জানিয়েছে যে, বিস্ফোরণটি ঘটে জামরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে, যেখানে যিহোবার সাক্ষিদের একটি আঞ্চলিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল । নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি । বিস্ফোরণে প্রায় 52 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে । আহতদের কালামাসেরি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে ।