কোচি, 13 সেপ্টেম্বর: অন্যকে না দেখিয়ে নিজের ব্যক্তিগত সময়ে পর্নোগ্রাফিক ছবি বা ভিডিও দেখা আইনত কোনও অপরাধ নয় ৷ কারণ, এটা কারও ব্যক্তিগত পছন্দের বিষয় হিসেবে ধরতে হবে ৷ একটি মামলার শুনানিতে কেরালা হাইকোর্ট এই কথা জানিয়েছে ৷ আদালত আরও জানিয়েছে, এই ধরনের কাজকে অপরাধ হিসাবে ঘোষণা করা মানে একজন ব্যক্তির গোপনীয়তা ও তাঁর ব্যক্তিগত পছন্দে হস্তক্ষেপের সমান ।
2016 সালে কেরালার আলুভা প্যালেস এলাকা থেকে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে ৷ অভিযোগ, বছর 33 এর ওই ব্যক্তি রাস্তার পাশে বসে মোবাইল ফোনে পর্ন ভিডিয়ো দেখছিলেন ৷ অভিযুক্ত ব্যক্তি আদালতের দ্বারস্থ হন ৷ তিনি তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর ও মামলা বাতিলের আবেদন জানান ৷ সেই মামলাতেই কেরালা হাইকোর্টের বিচারপতি পি ভি কুনহিকৃষ্ণান এই নির্দেশ দেন ৷ একই সঙ্গে তিনি ভারতীয় দণ্ডবিধির 292 ধারার অধীনে অশ্লীলতার ওই মামলাও বাতিল করেছেন ৷
আদালত জানিয়েছে, পর্নোগ্রাফি বহু শতাব্দী ধরে প্রচলিত ৷ নতুন ডিজিটাল যুগে এটাকে আরও সহজলভ্য করেছে, এমনকি শিশুদের কাছেও । তাই আদালতের বক্তব্য, এই ক্ষেত্রে প্রশ্ন হল যে একজন ব্যক্তি তাঁর ব্যক্তিগত সময়ে একটি পর্ন ভিডিয়ো অন্যকে না দেখিয়ে যদি দেখেন, তাহলে কি তা অপরাধ ? এটাকে অপরাধ হিসেবে ঘোষণা করলে, তা ওই ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে ৷ কারণ, ওই ব্যক্তি প্রকাশ্যে পর্ন ভিডিয়ো দেখছিলেন, এমন কোনও প্রমাণ নেই ৷