এর্নাকুলাম (কেরল), 27 মে: যেকোনও মামলা মিটমাট করার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল কেরল হাইকোর্ট ৷ আদালতের পর্যবেক্ষণ, যদি অপরাধ নৃশংস হয়, সেক্ষেত্রে মিটমাট সম্ভব নয় ৷ একাধিক মামলা খারিজ সংক্রান্ত শুনানিতে সম্প্রতি এমনই পর্যবেক্ষণ দিয়েছে ওই রাজ্যের হাইকোর্ট ৷ পাশাপাশি আদালত জানিয়েছে কোনও মামলার মিটমাট একটি সাধারণ নিয়মের উপর ভিত্তি করে হতে পারে না ৷ সত্যতার বিচার ও আরও বেশকিছু বিষয়কে সামনে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত ৷
প্রসঙ্গত, এই পর্যবেক্ষণ দিয়েছেন কেরল হাইকোর্টের বিচারপতি কাউসার এডাপ্পাগাথ । তিনি জানিয়েছেন, যখন এই ধরনের মামলা মিটমাটের ভিত্তিতে খারিজ করা হয়, তখন কিছু বিষয় পরীক্ষা করতে হবে । মামলার প্রকৃতি, সম্প্রদায়ের উপর অপরাধের প্রভাব এবং নির্যাতিতা ওই ঘটনায় কতটা আহত হয়েছিলেন, সেই বিষয়টিও বিবেচনা করা উচিত । তাছাড়া নির্যাতিতা মিটমাট করার মতো মানসিক পরিস্থিতিতে পৌঁছেছেন কি না, সেটাও খতিয়ে দেখতে হবে ৷ আর অপরাধ যদি অত্যন্ত নৃশংস হয়, তাহলে মিটমাটের ভিত্তিতে মামলা বাতিল করা যাবে না ।