পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kerala Flood : বাঁধের ছাড়া জল এর্নাকুলামে পৌঁছাতেই পেরিয়ারের পাড়ে সতর্কতা জারি - ইদুক্কির জল এর্নাকুলামে পৌঁছতে পেরিয়ারের পাড়ে সতর্কতা জারি

বন্যা পরিস্থিতির জেরে কেরলে এখনও পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে ৷ এর মধ্যে কোট্টায়ামে 14 জনের প্রাণ গিয়েছে৷ ইদুক্কি জেলায় 10 জন মারা গিয়েছেন ৷ আর একজন করে প্রাণ হারিয়েছেন তিরুঅনন্তপুরম, ত্রিশূর ও কোঝিকোড়ে ৷

kerala-high-alert-on-banks-of-periyar-water-reaches-flood-prone-in-ernakulam-district
Kerala Flood : ইদুক্কির জল এর্নাকুলামে পৌঁছতে পেরিয়ারের পাড়ে সতর্কতা জারি

By

Published : Oct 20, 2021, 1:05 PM IST

কোচি (কেরল), 20 অক্টোবর : ইদুক্কি বাঁধ (Idukki dam) থেকে ছাড়া জল এসে পৌঁছেছে কেরলের বন্যাপ্রবণ আলুভা এলাকায় ৷ বুধবার সকালে কোচির ওই এলাকায় জল পৌঁছানোর আগেই এর্নাকুলাম জেলার প্রশাসনের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে ৷ যাঁরা পেরিয়ারের (Periyar) পাড়ে থাকেন, তাঁদের আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে ৷

আরও পড়ুন :Kerala Rain : বন্যা, ভূমিধস, হড়পা বানে বিধ্বস্ত কেরালা, মৃত বেড়ে 27

বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার সকাল 11 টায় ইদুক্কি বাঁধের তিনটে গেট খুলে দেওয়া হয় ৷ এর ফলে প্রতি সেকেন্ডে এক লক্ষ লিটার জল বেরিয়ে আসতে শুরু করে ৷ কিন্তু এই জল ছাড়ার ফলে কেরলের বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন ৷

ইদুক্কির সঙ্গে ইদামালায়ার বাঁধ খুলে দেওয়া হয়েছে ৷ এর জেরে পেরিয়ারের পরিস্থিতি ঠিক কী, তা মঙ্গলবার খতিয়ে দেখেন কেরলের বিদ্যুৎ মন্ত্রী কে কৃষ্ণকুট্টি (Kerala Electricity Minister K Krishnankutty) ৷ তিনি জানান, পেরিয়ারের জল এখনও বিপদসীমার নিচে রয়েছে ৷

আরও পড়ুন :Kerala Flood Situation : ভারী বৃষ্টির জেরে খুলে দেওয়া হল বাঁধ, সতর্কবার্তা কেরালায়

এদিকে বন্যা পরিস্থিতির জেরে কেরলে (Kerala) এখনও পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে ৷ এর মধ্যে কোট্টায়ামে 14 জনের প্রাণ গিয়েছে৷ ইদুক্কি জেলায় 10 জন মারা গিয়েছেন ৷ আর একজন করে প্রাণ হারিয়েছেন তিরুঅনন্তপুরম, ত্রিশূর ও কোঝিকোড়ে ৷

কেরলের এই পরিস্থিতি এখনই স্বাভাবিক হবে না বলে মৌসম ভবনের পূর্বাভাসে জানা গিয়েছে ৷ মঙ্গলবার ভারতের মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের (India Meteorological Department) তরফে তিরুঅনন্তপুরম-সহ বেশ কয়েকটি জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷ তাছাড়া আরও কয়েকটি জেলায় হলুদ সতর্কতাও জারি করেছে মৌসম ভবন ৷

আরও পড়ুন :Kerala Flood Situation : বানভাসি কেরালায় মৃত বেড়ে 23, পিনারাইয়ের সঙ্গে কথা মোদির

ABOUT THE AUTHOR

...view details