এরনাকুলাম, 17 জুলাই:ছ'মাসের গর্ভবতীকে সন্তান প্রসবের নির্দেশ দিল কেরল হাইকোর্ট ৷ 15 বছরের ওই নাবালিকা ধর্ষণের শিকার হয়েছিল ৷ তাতেই সে গর্ভবতী হয়ে পড়ে ৷ বর্তমানে সে ছ'মাসের গর্ভবতী ৷ নাবালিকার সি-সেকশন অর্থাৎ সিজারিয়ান অস্ত্রোপচারের নির্দেশ দিয়েছে আদালত ৷ এরপরে সদ্যোজাত যদি বেঁচে থাকে এবং নাবালিকার পরিবার যদি তাকে গ্রহণ করতে রাজি না হয়, তাহলে তার দায়িত্ব আদালতই নেবে ৷ এখনও দেশে এমন অস্ত্রোপচার আইনসিদ্ধ নয়, তাই রাজ্যের সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে (Kerala HC asks cesarean section of six month pregnant minor rape victim) ৷
একটি পকসো (POCSO) মামলায় এমন ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট ৷ কোনও সরকারি হাসপাতালেই এই অস্ত্রোপচার হবে ৷ সেই হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্টের নেতৃত্বে সি-সেকশনের জন্য একটি বিশেষ মেডিক্যাল টিম গঠন করার নির্দেশ দেন বিচারপতি ৷