মালাপ্পুরম(কেরল), 18 ডিসেম্বর: কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের বিরুদ্ধে ব্যানার-পোস্টারকে ঘিরে রবিবার উত্তপ্ত হয়ে উঠল কালিকট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ৷ রাজ্যপালের বিরুদ্ধে পোস্টার টাঙাল এসএফআই ৷ পুলিশ এসে পোস্টারগুলিকে টেনে নামিয়ে দেয় ৷ পরে আবার সিপিএম-এর ছাত্র সংগঠন পোস্টারগুলি লাগিয়ে দেয় ৷ সোমাবার সকালে এই ধরনের আরও পোস্টার লাগানোর হুমকি দিয়েছে এসএফআইয়ের সদস্যরা ।
রবিবার কালিকট বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসের বাইরে এসএফআই ব্যানার-পোস্টার লাগায় ৷ তাতে তারা রাজ্যপালকে 'সংঘী' বলে অভিহিত করে এবং তাঁকে ফিরে যাওয়ার দাবি জানায় ৷ এতে ক্ষুব্ধ হন রাজ্যপাল আরিফ মহম্মদ খান ৷ তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নির্দেশে রাজ্য পুলিশ ব্যানারগুলি লাগিয়েছে ।
বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে রাজ্যপালকে রাজভবনে তাঁর সচিবের সঙ্গে ফোনে কথা বলতে দেখা গিয়েছে ৷ এই ব্যানার সম্পর্কে পুলিশকে অবহিত করা হয়েছে কি না জিজ্ঞাসা করে ভাইস চ্যান্সেলরের কাছে একটি নোটিস পাঠাতে ফোনে তিনি তাঁকে নির্দেশ দিয়েছে । পাশাপাশি কীভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার (এসএফআই)তরফে চ্যান্সেলরের বিরুদ্ধে ব্যানার লাগানোর অনুমতি দেওয়া হয়েছে ৷ সে সম্পর্কে ভিসির কাছ থেকে একটি ব্যাখ্যা চাওয়া হবে বলে তিনি জানান ।