তিরুঅনন্তপুরম, 14 অক্টোবর : কেরালায় মুখ্যমন্ত্রী-সহ একাধিক মন্ত্রীর স্বপরিবার বিদেশযাত্রা নিয়ে বিতর্কে তৈরি হয়েছে ৷ এই নিয়ে সমালোচকদের একহাত নিলেন ওই রাজ্যের শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি (Kerala Education Minister V Sivankutty) ৷ শুক্রবার তিনি বলেন, ‘‘যদি কারও স্বামী মন্ত্রী হয়, তার মানে এই নয় যে তাঁর স্ত্রী ঘরে বসে থাকবেন ৷’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি ইউরোপ সফরে গিয়েছিলেন কেরালার মুখ্যমন্ত্রী সিপিএমের পিনারাই বিজয়ন (Kerala CM Pinarayi Vijayan) ৷ তাঁর সঙ্গে বেশ কয়েকজন মন্ত্রীও গিয়েছেন ৷ তাঁরা স্ত্রীদেরও সঙ্গে নিয়ে গিয়েছিলেন ৷ এই নিয়ে সমালোচনার ঝড় ওঠে দক্ষিণ ভারতের ওই রাজ্যে ৷
সোশ্যাল মিডিয়ায় অনেকেই কটাক্ষ করেন ৷ সমালোচনা করে কংগ্রেস (Congress) ও বিজেপি (BJP) ৷ বিদেশ সফর থেকে ফিরে তাই সমালোচকদের জবাব দিয়েছেন শিবনকুট্টি ৷ তাঁর কথায়, ‘‘নিজের স্ত্রীকেই তো নিয়ে গিয়েছে ৷ অন্যের স্ত্রীকে তো নিয়ে যাইনি ৷ এর মধ্যে ভুল কিছু নেই৷ খরচও নিজেই করেছি ৷’’