পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kerala Ministers Europe Tour: অন্যের স্ত্রীকে নিয়ে তো যাইনি, সস্ত্রীক বিদেশযাত্রা নিয়ে সাফাই কেরালার মন্ত্রীর - বিজেপি

কেরালায় একাধিক মন্ত্রীকে নিয়ে ইউরোপ সফরে গিয়েছিলেন কেরালার মুখ্যমন্ত্রী সিপিএমের পিনারাই বিজয়ন (Kerala CM Pinarayi Vijayan) ৷ সেই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷ বিরোধীদের তার জবাব দিয়েছেন কেরালার শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি (Kerala Education Minister V Sivankutty) ৷

kerala-education-minister-v-sivankutty-slams-opposition-for-their-europe-tour
Kerala Ministers Europe Tour: অন্যের স্ত্রীকে নিয়ে তো যাইনি, সস্ত্রীক বিদেশযাত্রা নিয়ে সাফাই কেরালার মন্ত্রীর

By

Published : Oct 14, 2022, 1:18 PM IST

তিরুঅনন্তপুরম, 14 অক্টোবর : কেরালায় মুখ্যমন্ত্রী-সহ একাধিক মন্ত্রীর স্বপরিবার বিদেশযাত্রা নিয়ে বিতর্কে তৈরি হয়েছে ৷ এই নিয়ে সমালোচকদের একহাত নিলেন ওই রাজ্যের শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি (Kerala Education Minister V Sivankutty) ৷ শুক্রবার তিনি বলেন, ‘‘যদি কারও স্বামী মন্ত্রী হয়, তার মানে এই নয় যে তাঁর স্ত্রী ঘরে বসে থাকবেন ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি ইউরোপ সফরে গিয়েছিলেন কেরালার মুখ্যমন্ত্রী সিপিএমের পিনারাই বিজয়ন (Kerala CM Pinarayi Vijayan) ৷ তাঁর সঙ্গে বেশ কয়েকজন মন্ত্রীও গিয়েছেন ৷ তাঁরা স্ত্রীদেরও সঙ্গে নিয়ে গিয়েছিলেন ৷ এই নিয়ে সমালোচনার ঝড় ওঠে দক্ষিণ ভারতের ওই রাজ্যে ৷

সোশ্যাল মিডিয়ায় অনেকেই কটাক্ষ করেন ৷ সমালোচনা করে কংগ্রেস (Congress) ও বিজেপি (BJP) ৷ বিদেশ সফর থেকে ফিরে তাই সমালোচকদের জবাব দিয়েছেন শিবনকুট্টি ৷ তাঁর কথায়, ‘‘নিজের স্ত্রীকেই তো নিয়ে গিয়েছে ৷ অন্যের স্ত্রীকে তো নিয়ে যাইনি ৷ এর মধ্যে ভুল কিছু নেই৷ খরচও নিজেই করেছি ৷’’

তবে বিরোধীরা সুর নরম করতে নারাজ বিরোধীরা ৷ এই সফরে ফিনল্যান্ড, নরওয়ে এবং ব্রিটেনে গিয়েছিলেন টিম বিজয়ন ৷ এই সফরে রাজ্যের মানুষের কী উপকার হল, সেই প্রশ্নের উত্তরের দাবিতে সরব হয়েছে কংগ্রেস ও বিজেপি ৷

এদিকে শিবনকুট্টি ও তাঁর স্ত্রী পার্বতী ফিরে এলেও বিজয়ন আবার বিদেশ সফরে চলে গিয়েছেন ৷ এবার তিনি গিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীতে ৷ তবে তাঁর এবারের সফর ব্যক্তিগত ৷ তাঁর ছেলে ও ছেলের পরিবার দুবাইতে কাজ করেন ৷ সেখানেই গিয়েছেন বিজয়ন ৷

সেখান থেকেই ফিরেই মুখ্যমন্ত্রী ইউরোপ সফর নিয়ে যা বলার বলবেন বলে জানিয়েছেন শিবনকুট্টি ৷ তাঁর কথায়, ‘‘আমাদের সফর সবেমাত্র শেষ হয়েছে ৷ পরেরদিনই কি আমরা ফলাফল পেতে পারি ? এই সফরের ফলাফল আসতে সময় লাগবে ৷ তার জন্য অপেক্ষা করতে হবে ৷’’

আরও পড়ুন :সর্বভারতীয় পরীক্ষা হিন্দিতে নয়, মোদিকে সাফ জানালেন বিজয়ন

ABOUT THE AUTHOR

...view details