নয়াদিল্লি, 12 অক্টোবর: হিন্দি ভাষায় পরীক্ষা নিতে নারাজ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রী মোদিকে চিঠি দিয়ে আপত্তির কথা জানান । তাঁর স্পষ্ট দাবি ভারত বৈচিত্রের মধ্যে ঐক্যের দেশ । সেখানে এই ধরনের সিদ্ধান্ত কখনই কাম্য নয় । একটি সংসদীয় কমিটি সুপারিশ, কেন্দ্রীয় চাকরির পরীক্ষার মাধ্যম হবে হিন্দি ভাষা ৷ এছাড়া আইআইটি, আইআইএমগুলিতেও হিন্দি ভাষাকে আবশ্যিক করার প্রস্তাব দিয়েছে ওই কমিটি ৷ কেরল যে এই প্রস্তাব গ্রহণ করতে পারছে না সেকথা স্পষ্টই জানিয়ে দিয়েছেন বিজয়ন (Hindi Language Controversy) ৷
তিনি চিঠিতে উল্লেখ করেন, 'বৈচিত্রের মধ্যে ঐক্যে'র (unity in diversity) ধারণা দিয়ে ভারতকে চেনা যায় ৷ এই বৈচিত্র্য সাংস্কৃতিক এবং ভাষাগত ৷ কোনও একটি নির্দিষ্ট ভাষাকে সব ভাষার উপর চাপিয়ে দিলে একে ধ্বংস করা হবে ৷ তাই এ ধরনের ভাবনাচিন্তা প্রত্যাহার করে নেওয়া হোক, দাবি জানান কেরল মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন: হিন্দি ভাষা দেশকে ঐক্যের সুতোয় বেঁধে রেখেছে, মত শাহর