কেরল, 8 এপ্রিল: ভোট মিটতেই করোনা আক্রান্ত কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ বৃহস্পতিবার বিকেলে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে ৷ গত 3 মার্চ করোনার প্রথম ভ্যাকসিন নেন তিনি ৷ এদিন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ তিনি নিজের টুইটার হ্যান্ডেলে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান ৷ তিনি জানান, কোঢিকোড়ে সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন থাকবেন ৷ পাশাপাশি তিনি যাঁরা এর মধ্যে তাঁর সংসর্গে এসেছিলেন তাঁদের সকলকেই সেল্ফ অবজারভেশনের কথা বলেছেন ৷
করোনা আক্রান্ত কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন - kerala cm pinarai vijayan tested positive for covid
করোনা আক্রান্ত কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ বৃহস্পতিবার বিকেলে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে ৷ গত 3 মার্চ করোনার প্রথম ভ্যাকসিন নেন তিনি ৷
![করোনা আক্রান্ত কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন পিনারাই বিজয়ন ৷](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11330385-thumbnail-3x2-pinarai.jpg)
পিনারাই বিজয়ন ৷
জানা গিয়েছে, বিজয়ন উপসর্গহীন ছিলেন ৷ 6 এপ্রিল কেরালায় ভোটগ্রহণ হয়েছে ৷ তার আগে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচারে বের হন তিনি ৷ নিজে ধর্মাদাম কেন্দ্রের প্রার্থী ৷ ধর্মাদামে একটি রোড শো-ও করেন ৷ এর আগে তাঁর মেয়ে এবং জামাই করোনা আক্রান্ত হয়েছিলেন ৷
Last Updated : Apr 8, 2021, 8:06 PM IST