কাসারাগোদ(কেরল), 29 নভেম্বর: কেরলের কাসারাগোদ জেলার 13 বছরের কিশোর নিবরাস বর্তমানে সোশাল মিডিয়ার পরিচিত মুখ ৷ সৌদি আরবের বিরুদ্ধে আর্জেন্তিনার হারের পর নিবরাসের কাঁদার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ লিও মেসির 10 নম্বর আর্জেন্তাইন জার্সি পরে নিবরাসের কান্নার ভিডিয়ো পৌঁছে গিয়েছিল একটি ট্রাভেল সংস্থার হাতে ৷ সেই সংস্থার উদ্যোগেই এবার নিবরাস তাঁর আইডলের সঙ্গে দেখা করতে চলেছে ৷ নিবরাসকে ওই সংস্থা কাতারে নিয়ে যাচ্ছে আর্জেন্তিনার ম্যাচ দেখানোর জন্য ৷ সেই সঙ্গে আইডল মেসির সঙ্গেও দেখা করবেন নিবরাস (Kerala Boy Nibras Fly to Qatar Meets Leonel Messi) ৷ এর জন্য একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে ওই ট্রাভেল এজেন্সি ৷ যেখানে আর্জেন্তিনার বাকি ফুটবলারদের সঙ্গেও দেখা করতে পারবেন কেরলের এই খুদে ৷
সৌদি আরবের বিরুদ্ধে কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) আর্জেন্তিনার হারের পর, নিবরাসের কান্নার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ সেখান থেকেই প্রচারের আলোয় আসে 13 বছরের কিশোর ৷ জানা গিয়েছে, নিবরাসকে তার বন্ধুরা আর্জেন্তিনার হারের পর রাগাচ্ছিল ৷ তাঁকে নিয়ে মজা করছিল ৷ সেই সময় নিবরাস নিজের চোখের জল ধরে রাখতে পারেনি ৷ প্রিয় দলের হারের দুঃখ এবং বন্ধুদের মজা দু’য়ের প্রভাব এতটাই ছিল যে, কেঁদে ফেলে এই খুদে ৷ ইটিভি ভারত-কে সে জানিয়েছে, ‘‘আরও অনেক ম্যাচ রয়েছে ৷ আমরা জিতব ৷ মেসি হ্যাটট্রিক করবেন ৷’’