কেন্দ্রপাড়া (ওড়িশা), 21 নভেম্বর: মৃত্যুর পরেও জাত মেনে হবে সৎকার ৷ ব্রাহ্মণদের জন্য আলাদা শ্মশান বরাদ্দ ওড়িশার কেন্দ্রপাড়ায় ৷ এই শ্মশানকে অনুমোদন দিয়েছে ও রক্ষণাবেক্ষণ করছে খোদ পৌরসভা ৷ আর তা প্রকাশ্যে আসার পরেই সমলোচনার ঝড় উঠেছে বিভিন্নমহলে ৷
জানা গিয়েছে, ওড়িশার প্রাচীনতম পৌরসভা হল কেন্দ্রপাড়া ৷ 155 বছরেরও পুরনো এই পৌরসভা ৷ সম্প্রতি এই পৌরসভা শহরের হাজারিবাগিচা এলাকায় মৃতদেহ সৎকারের ঘাটের প্রবেশপথে একটি সাইনবোর্ড ঝুলিয়েছে । যাতে লেখা 'ব্রাহ্মণ শ্মশান' ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যদিও শ্মশানটি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণদের শেষকৃত্যের জন্য ব্যবহার করা হচ্ছিল ৷ তবে সম্প্রতি সরকারি অনুদানে শ্মশানটি সংস্কার হয়েছে ৷ তারপরে সরকারি সাইনবোর্ড লাগানো হয়েছে সেখানে । তাতে শ্মশানটি ব্রাহ্মণদের বলে উল্লেখ করা রয়েছে ৷ আর এরপরেই ওই সাইনবোর্ডকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে ৷
সূত্রের খবর, অন্যান্য বর্ণের লোকেরা তাদের আত্মীয়দের কাছের অন্য একটি শ্মশানে দাহ করে ৷ যেটিরও সাম্প্রতিককালে সংস্কার করা হয়েছে ৷ এ বিষয়ে কেন্দ্রপাড়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার প্রফুল্ল চন্দ্র বিসওয়াল বলেছেন, "হ্যাঁ বিষয়টি আমাদের নজরে এসেছে এবং আমরা তা খতিয়ে দেখছি । যদি সৎকারের ক্ষেত্রে বৈষম্য করা হয়, তা ঠিক করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে ৷"