পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মৃতদেহে বর্ণবৈষম্য ! ওড়িশায় শুধুমাত্র ব্রাহ্মণদের দেহ সৎকারে শ্মশান বরাদ্দ - Crematorium for Brahmins

Crematorium for Brahmins: ওড়িশায় শুধুমাত্র ব্রাহ্মণদের দেহ সৎকারের জন্য বরাদ্দ শ্মশান ৷ পৌরসভার সাইনবোর্ড ঘিরে সমালোচনার ঝড় বিভিন্নমহলে ৷

Crematorium for Brahmins
ব্রাহ্মণদের দেহ সৎকারে শ্মশান

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 4:26 PM IST

Updated : Nov 21, 2023, 5:13 PM IST

কেন্দ্রপাড়া (ওড়িশা), 21 নভেম্বর: মৃত্যুর পরেও জাত মেনে হবে সৎকার ৷ ব্রাহ্মণদের জন্য আলাদা শ্মশান বরাদ্দ ওড়িশার কেন্দ্রপাড়ায় ৷ এই শ্মশানকে অনুমোদন দিয়েছে ও রক্ষণাবেক্ষণ করছে খোদ পৌরসভা ৷ আর তা প্রকাশ্যে আসার পরেই সমলোচনার ঝড় উঠেছে বিভিন্নমহলে ৷

জানা গিয়েছে, ওড়িশার প্রাচীনতম পৌরসভা হল কেন্দ্রপাড়া ৷ 155 বছরেরও পুরনো এই পৌরসভা ৷ সম্প্রতি এই পৌরসভা শহরের হাজারিবাগিচা এলাকায় মৃতদেহ সৎকারের ঘাটের প্রবেশপথে একটি সাইনবোর্ড ঝুলিয়েছে । যাতে লেখা 'ব্রাহ্মণ শ্মশান' ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যদিও শ্মশানটি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণদের শেষকৃত্যের জন্য ব্যবহার করা হচ্ছিল ৷ তবে সম্প্রতি সরকারি অনুদানে শ্মশানটি সংস্কার হয়েছে ৷ তারপরে সরকারি সাইনবোর্ড লাগানো হয়েছে সেখানে । তাতে শ্মশানটি ব্রাহ্মণদের বলে উল্লেখ করা রয়েছে ৷ আর এরপরেই ওই সাইনবোর্ডকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে ৷

সূত্রের খবর, অন্যান্য বর্ণের লোকেরা তাদের আত্মীয়দের কাছের অন্য একটি শ্মশানে দাহ করে ৷ যেটিরও সাম্প্রতিককালে সংস্কার করা হয়েছে ৷ এ বিষয়ে কেন্দ্রপাড়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার প্রফুল্ল চন্দ্র বিসওয়াল বলেছেন, "হ্যাঁ বিষয়টি আমাদের নজরে এসেছে এবং আমরা তা খতিয়ে দেখছি । যদি সৎকারের ক্ষেত্রে বৈষম্য করা হয়, তা ঠিক করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে ৷"

ঘটনার তীব্র নিন্দা করেছেন দলিত অধিকারকর্মী ও রাজনৈতিক নেতারা । ওড়িশা দলিত সমাজের জেলা শাখার সভাপতি নগেন্দ্র জেনা বলেন, "আমি অবাক হচ্ছি এটা ভেবে যে পৌরসভা দীর্ঘদিন ধরে শুধুমাত্র ব্রাহ্মণদের জন্য একটি শ্মশান রক্ষণাবেক্ষণ করে আসছে । এটি করে সরকারি প্রতিষ্ঠান আইন ভঙ্গ করছে এবং জাতিগত বৈষম্যকে প্রচার করছে । এই বিষয়টিকে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা উচিত ।"

সিপিএম জেলা ইউনিটের সেক্রেটারি গয়াধর ধলের কথায়, কোনও নাগরিক সংস্থার পক্ষে কেবল ব্রাহ্মণদের জন্য শ্মশান চালানো বেআইনি । অন্যান্য বর্ণের লোকদেরও শ্মশানে তাদের প্রিয়জনদের শেষকৃত্য করার অধিকার থাকা উচিত ৷ ব্রাহ্মণদের জন্য আলাদা শ্মশান বরাদ্দ করা জাতিগত বৈষম্যকে উৎসাহিত করার সমান ৷ (সংবাদ সংস্থা- পিটিআই)

আরও পড়ুন:

  1. সৎকার না করে সাপে কাটা শিশুর দেহ ভাসাল পরিবার, পুলিশে এসে পাঠাল ময়নাতদন্তে
  2. সম্প্রীতির অনন্য নজির, পালিন মার্জিতের সৎকার করলেন কালাম শেখরা
Last Updated : Nov 21, 2023, 5:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details