নয়াদিল্লি, 26 মে : করোনার ভ্যাকসিন কেনার জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার সঙ্গে ভারত-পাকিস্তান যুদ্ধের তুলনা টানলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷
তাঁর কথায়, দেশের রাজ্যগুলি একে অপরের সঙ্গে করোনার ভ্যাকসিনের কেনার প্রতিযোগিতায় নামতে পারে না ৷ পাকিস্তান আক্রমণ করেছে ৷ আর সেই পরিস্থিতিতে বাধ্য করা হচ্ছে প্রত্যেককে অস্ত্র-গোলাবারুদ কিনতে ৷ এটা অনেকটা সেই রকম পরিস্থিতি ৷
তাই কেন্দ্রীয় সরকারের কাছে ভ্যাকসিনের দাবি জানিয়েছেন কেজরিওয়াল ৷ তিনি এই দাবি শুধু নিজের রাজ্যের জন্য চাননি ৷ বরং দেশের অন্য রাজ্যগুলিতেও দ্রুত পর্যাপ্ত ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন :গত 9 সপ্তাহের তুলনায় দিল্লিতে সংক্রমণের হার 2 শতাংশ কমেছে
একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন যে কেন কেন্দ্র ভ্যাকসিন কিনবে না ? তাঁর কথায়, ‘‘প্রতিটি রাজ্যকে আলাদা করে ভ্যাকসিন কেনার দায়িত্ব দেওয়া যায় না ৷ আমরা কোভিড-19 এর বিরুদ্ধে যুদ্ধে নেমেছি ৷ যদি পাকিস্তান ভারতে আক্রমণ করে, তাহলে কি কেন্দ্র রাজ্যগুলিকে নিজের নিজের রক্ষার দায়িত্ব নিতে বলে দায় সারবে ? উত্তরপ্রদেশ কি ট্যাঙ্ক কিনবে অথবা দিল্লি কি বন্দুক কিনবে ?’’