রুদ্রপ্রয়াগ, 25 জুন: প্রতিকূল আবহাওয়ার জন্য আপাতত বন্ধ করে দেওয়া হল কেদারনাথ যাত্রা ৷ আবহাওয়া পরিষ্কার হলেই ফের যাত্রা শুরু করা হবে বলে জানা গিয়েছে ৷ কেদারনাথ ধাম-সহ সেখানে হেঁটে যাওয়ার পথে রবিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ৷ যার জেরে সমস্যায় পড়েছেন তীর্থযাত্রীরা ৷ আপাতত যাত্রীদের নিরাপদ স্থানে নামিয়ে আনা হয়েছে ৷ সোনপ্রয়াগে 5 হাজার যাত্রী ও গৌরীকুণ্ডে 3 হাজার যাত্রী আটকে পড়েছেন ৷ যাতায়াতের রুটে এসডিআরএফ ও পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে ৷
জানানো হয়েছে, উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছে ৷ প্রবল বৃষ্টির জেরে গঙ্গার জলস্তরও বেড়েছে অনেক ৷ নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে প্রশাসন ইকো-ট্যুরিজম এলাকার কৌদিয়ালা ও মুনিকি রেটির মধ্যে রাফটিং নিষিদ্ধ করেছে ৷ রবি ও সোমবার দু'দিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ৷ আবহাওয়ার পরিস্থিতির পাশাপাশি বৃষ্টি ও গঙ্গার জলস্তর দেখে দু'দিন পর রাফটিম চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷