দেরাদুন (উত্তরাখণ্ড), 25 এপ্রিল: এ বছরের চারধাম যাত্রার জন্য খুলে দেওয়া হল কেদারনাথ ধামের দরজা ৷ আজ সকাল 6টা 20 মিনিটে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে খোলা হয় মন্দিরের দরজা ৷ সেনাবাহিনীর ব্যান্ডের সুর ও হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত হয় কেদারনাথ ধাম ৷ এই সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ কেদারনাথের দরজা খোলার প্রথম দিনে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয় ৷
প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার মধ্যে আজ সকাল থেকেই কেদারনাথ ধামের দরজা খোলার প্রক্রিয়া শুরু হয়ে যায় ৷ অনেক ধুমধাম করে ধর্মীয় ঐতিহ্য পালন করা হয় ৷ রাওয়াল নিবাস থেকে পালকিতে চড়ে বাবা কেদারের পঞ্চমুখী ভোগ মূর্তি মন্দির চত্বরে পৌঁছয় ৷ সঙ্গে সঙ্গেই চতুর্দিক থেকে ভক্তদের হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত হয় কেদারনাথ ধাম ৷ রাওয়াল সকল ভক্তকে আশীর্বাদ করেন ৷ এরপর রাওয়াল, মুখ্যমন্ত্রী ধামি, বদ্রী-কেদার মন্দির কমিটির আধিকারিক, পদাধিকারী ও প্রশাসনের উপস্থিতিতে আইন অনুসারে বাবা কেদারনাথের দরজা খুলে দেওয়া হয় ৷
দরজা খোলার এই শুভ মুহূর্তে বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন কেদারনাথে ৷ দরজা খোলার পর ধামে উপস্থিত ভক্তদের খুব উত্তেজিত দেখাচ্ছিল ৷ সবাই বাবা কেদারের থেকে আশীর্বাদ প্রার্থনা করেন ৷ দরজা খোলার আগে মন্দির সাজানো হয় 23 কুইন্টাল ফুলে ৷ অনবরত তুষারপাতের প্রতিকূল আবহাওয়ায় নানা অসুবিধার মধ্যেও হাজার হাজার ভক্ত পৌঁছে যাচ্ছেন কেদারনাথ ধামে ৷ আগামী কয়েকদিন বৃষ্টি ও তুষারপাতের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর ৷ কিন্তু সেই বিষয়ে কোনও ভ্রুক্ষেপ না করেই শয়ে শয়ে ভক্তরা হাজির হচ্ছেন বাবা কেদারের দ্বারে ৷ মন্দিরের দরজা খোলার পর বেশ কিছু ভক্তকে ব্যান্ড বাজাতেও দেখা যায় এদিন ৷
কেদারনাথে তীর্থযাত্রীদের জন্য একটি মেডিক্যাল রিলিফ পোস্ট তৈরি করা হয়েছে ৷ যাত্রাপথে 130 জন চিকিৎসক রাখা হয়েছে ৷ চিকিৎসক, প্যারামেডিক্যাল স্টাফ, অক্সিজেন সিলিন্ডার ও ওষুধেরও যথাযথ ব্যবস্থা করা হয়েছে ৷ যাত্রীদের জন্য বসানো হয়েছে হেলথ এটিএম ৷ তবে বৃষ্টি ও তুষারপাতের জন্য কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে ৷ নিরাপত্তার কারণে কেদারনাথ যাত্রায় আগত যাত্রীদের রাস্তাতেই থামিয়ে দেওয়া হচ্ছে ৷
আরও পড়ুন :23 কুইন্টাল ফুল দিয়ে সেজে উঠেছে মন্দির, পালকিতে পৌঁছলেন বাবা কেদারনাথ