হায়দরাবাদ, 2 নভেম্বর: ভারত জোড়ো যাত্রা এখন কেসিআরের রাজ্যে ৷ তাই টিআরএস বনাম কংগ্রেস আক্রমণ ও প্রতি-আক্রমণ চলছেই ৷ মঙ্গলবার হায়দরাবাদে কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের উদ্দেশ্যে বলেন, "প্রধানমন্ত্রী মোদির কাছে থেকে পাওয়া নির্দেশ অনুযায়ী কাজ করেন তিনি ৷ নির্বাচনের সময় ভারতীয় জনতা পার্টির বিরোধী হিসেবে দাঁড়ায় ৷" তিনি আরও উল্লেখ করেন, সংসদে বিজেপি টিআরএসকে বহুবার সমর্থন করেছে ৷
তেলেঙ্গানার হায়দরাবাদে ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) প্রবেশের পর মঙ্গলবার রাহুল গান্ধি বলেন, "টিআরএস এবং বিজেপি একসঙ্গে কাজ করেছে ৷ এরকম অনেক ঘটনা আছে ৷ যখন নির্বাচন আসে, তখন দু'টি পার্টি একে অপরকে সমালোচনা করার ভান করে ৷ কেসিআর যে মুহূর্তে প্রধানমন্ত্রীকে ডাক দেবেন, তিনি তখনই সাড়া দেবেন ৷" তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির (Telangana Rashtra Samithi) বিরুদ্ধে তাঁর অভিযোগ, সংসদে এই দল অনেকবার বিজেপির পক্ষ নিয়েছে ৷
নিজামের শহরে নেকলেস রোডে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মূর্তির কাছে রাহুল গান্ধি একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন ৷ সেখানে তিনি কেন্দ্রের বিজেপি সরকার এবং তেলেঙ্গানায় টিআরএসের বিরুদ্ধে অভিযোগ করেন, কোনও শাসক দলই সংকটের সময় চাষিদের পাশে দাঁড়ায়নি ৷ কৃষক থেকে তরুণ- সমাজের সব শ্রেণি মানুষই তাঁদের প্রাপ্য সুবিধে থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন ৷