হায়দরাবাদ (তেলঙ্গানা), 21 ডিসেম্বর: দিল্লি আবগারি দুর্নীতি (Delhi Liquor Scam) এবার নাম জড়াল তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (Telangana CM KCR) মেয়ের ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) তরফে এই মামলায় চার্জশিট পেশ করা হয়েছে আদালতে ৷ সেই চার্জশিটেই নাম রয়েছে কেসিআর কন্যা কবিতার (KCR daughter Kavitha) ৷ তিনি তেলঙ্গানা বিধান পরিষদের সদস্য ৷
এছাড়াও ইডির (ED) চার্জশিটে নাম রয়েছে, সাংসদ মাগুন্ত শ্রীনিবাসুলু রেড্ডি, তাঁর ছেলে রাঘব রেড্ডি এবং অরবিন্দ ফার্মা নামে একটি সংস্থার ডিরেক্টর শরৎচন্দ্র রেড্ডির ৷ দিল্লি আবগারি দুর্নীতি ইডি সমীর মহেন্দ্রু নাম একজনকে আগেই গ্রেফতার করেছে ৷ সেই সংক্রান্ত মামলাতেই এই চার্জশিট পেশ করা হয়েছে ৷
ইডির চার্জশিটে আরও অনেকের নাম রয়েছে ৷ তাঁদের বোইনাপল্লি অভিষেক, বুচি বাবু এবং অরুণ পিল্লাই এই দুর্নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ । ইডি এই মামলায় সমীর মহেন্দ্রু, পি শরৎচন্দ্র রেড্ডি, বিনয় বাবু, বিজয় নায়ার এবং বোইনাপল্লি অভিষেককে জিজ্ঞাসাবাদ করে ৷ সেই তথ্যের ভিত্তিতেই চার্জশিট পেশ করেছে আর্থিক দুর্নীতির তদন্তকারী এই সংস্থা ৷
ইডির চার্জশিটে বলা হয়েছে যে ইন্দোস্পিরিট কোম্পানির মূল অংশীদার মাগুন্ত রাঘব রেড্ডি এবং কবিতা ৷ ওই সংস্থা 14,05,58,890 বোতল মদ বিক্রি করেছে এবং 192.8 কোটি টাকা আয় করেছে । মাগুন্তা শ্রীনিবাসুলু রেড্ডি, রাঘব রেড্ডি, শরৎ রেড্ডি এবং কে কবিতার নিয়ন্ত্রণাধীন সংস্থা দ্য সাউথ গ্রুপ এর জন্য বিজয় নায়ারকে 100 কোটি টাকা দিয়েছে ।