নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি :অবশেষে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে পুরোদমে ভার্চুয়াল প্রচার শুরু করছে কংগ্রেস (Congress gears up for virtual campaigning) ৷ করোনা আবহে ভারতের নির্বাচন কমিশন জমায়েতের মাধ্যমে ভোটের প্রচার বন্ধ রাখার সময়সীমা 11 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে (ECI extends ban on physical rallies) ৷ তার পরেই পঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুরের কংগ্রেস নেতৃত্বকে নির্দেশিকা পাঠিয়েছে হাইকমান্ড ৷
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এ নিয়ে পাঁচ রাজ্যের নেতৃত্বকে চিঠি পাঠিয়ে ভার্চুয়াল প্রচার সভার আয়োজন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন (KC Venugopal Writes Letter to Five States PCC Leaders for Arrangement of Virtual Rallies) ৷ সেই চিঠিতে বেণুগোপাল বলেছেন, জলন্ধরে রাহুল গান্ধির প্রচারের জন্য ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছিল ৷ সেই একই পন্থা অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন তিনি ৷ পঞ্জাব কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, রাহুল গান্ধির সেই ভার্চুয়াল প্রচার প্রায় 9 লক্ষ মানুষ দেখেছেন ৷
চিঠিতে সেই সঙ্গে এও বলা হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, কোভিডবিধি মেনে 300 থেকে 500 জনের জমায়েত করে ভার্চুয়াল সভার আয়োজন করতে ৷ এর জন্য প্রশাসনের থেকে অনুমতি নিয়ে এলইডি স্ক্রিন লাগানোর নির্দেশও দিয়েছেন ৷ 5 রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি এবং প্রত্যেক প্রার্থীর কাছে এই নির্দেশিকা গিয়েছে বলে কংগ্রেস হাইকমান্ড সূত্রে খবর ৷