শ্রীনগর, 28 ডিসেম্বর: কাশ্মীর পৌঁছে ভারত জোড়ো যাত্রা থেকেই উপত্যকায় জাতীয় পতাকা উত্তোলন করবে কংগ্রেস । এমনটাই জানালেন কংগ্রেস নেতা-সাংসদ কে সি বেণুগোপাল ৷ ভারত জোড়ো যাত্রকে 'জাতীয় পদযাত্রা' বলেও অভিহিত করলেন কংগ্রেসের এই সাধারণ সম্পাদক তথা সংগঠনের ইনচার্জ। তিনি এবং জম্মু ও কাশ্মীরের এআইসিসি (All India Congress Committee, AIICC) ইনচার্জ রজনী পাটিল সোমবার উপত্যকার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে দেখা করেন ৷ জম্মু ও কাশ্মীরে রাহুল গান্ধির নেতৃত্ব ভারত জোড়ো যাত্রা প্রবেশ করবে ৷ সে বিষয়ে গভর্নরের সঙ্গে আলোচনা করেন কংগ্রেসের শীর্ষ নেতারা (Congress will hoist national flag in Kashmir KC Venugopal on Bharat Jodo Yatra) ৷
ভারত জোড়ো যাত্রার আগামী রোডম্যাপ প্রসঙ্গে বেণুগোপাল বলেন, "আমরা কাশ্মীরে জাতীয় পতাকা উত্তোলন করব ৷ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে ৷ তিনি আমাদের সঙ্গে সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ৷ ন্যাশনাল কনফারেন্স-এর প্রধান ফারুক আবদুল্লা এবং ওমর আবদুল্লা, পিডিপি প্রধান মেহবুবা মুফতি এবং সিপিএম নেতা এমওয়াই তারিগামি ভারত জোড়ো যাত্রায় যোগ দেবে ৷" উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিপল'স ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি সোমবার ভারত জোড়ো যাত্রার ভূয়সী প্রশংসা করেছেন ৷ এরপর তাঁর যাত্রায় যোগ দেওয়ার খবর মিলল । স্বভাবতই বিষয়টি উপত্যকার রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে ইঙ্গিতবাহী ।
আরও পড়ুন: রাজধানীতে ভারত জোড়ো যাত্রায় রাহুলের সঙ্গে যোগ দিলেন সোনিয়া-প্রিয়াঙ্কা