পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kaushambi Honor Killing: ভিন সম্প্রদায়ের প্রেমিকের সঙ্গে ফোনে কথা, কিশোরীকে কুপিয়ে হত্যা বাবা-দাদার - কুড়ুল দিয়ে তাকে কুপিয়ে হত্যা

Minor Killed Due to Love Affairs: ভিন্ন সম্প্রদায়ের প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলায় বাবা ও দাদাদের হাতে খুন নাবালিকা ৷ ঘটনার খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ গ্রেফতার হয়েছে অভিযুক্ত তিনজন ৷

Kaushambi Honor Killing
কিশোরীকে কুপিয়ে হত্যা বাবা ও দাদাদের

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 8:22 PM IST

কৌশাম্বী(উত্তরপ্রদেশ), 26 অগস্ট: ভিন্ন সম্প্রদায়ের যুবকের সঙ্গে প্রেম ৷ ফোনে কথা বলায় নাবালিকাকে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করল বাবা ও দাদারা ৷ ঘটনার খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করেছে ৷ পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত বাবা মানরাখান এবং দুই দাদা ঘনশ্যাম এবং রাধেশ্যাম ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার সরাই আকিল এলাকায় ৷ এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে । জেলাশাসক-সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসে খোঁজখবর নেন। বাবা ও দুই ভাই-সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের পর তদন্ত শুরু করেছে পুলিশ ৷

গ্রামের যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মেয়েটির:সরাই আকিল থানা এলাকার একটি গ্রামের বাসিন্দা 17 বছর বয়সি ওই কিশোরীর সঙ্গে গ্রামেরই এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। দু'জনে প্রায়শই দেখা করত। এ ছাড়া মোবাইলেও কথা হত তাদের। এসপি ব্রিজেশ কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, মেয়েটির প্রেমিক অন্য সম্প্রদায়ের। তাদের প্রেমের কথা বাড়ির লোক জানতে পেরে যায় ৷ এরপরই উভয়ের পরিবার তাদেরকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলে। তা সত্ত্বেও প্রেমিকের সঙ্গে ফোনে গোপনে কথা বলত মেয়েটি ।

আরও পড়ুন:পরিবারের সম্মান রক্ষার্থে মেয়ে ও তাঁর প্রেমিককে শ্বাসরোধ করে খুন বাবা ও ভাইয়ের

তিন অভিযুক্ত গ্রেফতার:জানা গিয়েছে, শনিবারও প্রেমিকের সঙ্গে কথা বলছিল কিশোরী । এ সময় তার বাবা-মা তাকে হাতেনাতে ধরে ফেলে । এ নিয়ে বাড়িতে অশান্তিও হয় । এরপর কিশোরীর বাবা ও দুই দাদা মিলে কুড়ুল দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে । ঘটনাস্থলেই মৃত্যু হয় মেয়েটির । প্রতিবেশীরা ঘটনাটি পুলিশকে জানায় । তারপরেই জেলাশাসক সুজিত কুমার ও পুলিশ সুপার ব্রিজেশ কুমার শ্রীবাস্তব বাহিনী নিয়ে গ্রামে পৌঁছন ।ঘটনাস্থলে আসে ফরেনসিক দলও । তারা নমুনা সংগ্রহ করছে ৷ এ বিষয়ে ব্যবস্থা নিতে সরাই আকিল এসপি'কে নির্দেশ দেওয়া হয়েছে। এসপি জানিয়েছেন, কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । অভিযুক্তরাও মেয়েকে হত্যার কথা স্বীকার করেছে ।

ABOUT THE AUTHOR

...view details