কৌশাম্বী(উত্তরপ্রদেশ), 26 অগস্ট: ভিন্ন সম্প্রদায়ের যুবকের সঙ্গে প্রেম ৷ ফোনে কথা বলায় নাবালিকাকে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করল বাবা ও দাদারা ৷ ঘটনার খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করেছে ৷ পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত বাবা মানরাখান এবং দুই দাদা ঘনশ্যাম এবং রাধেশ্যাম ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার সরাই আকিল এলাকায় ৷ এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে । জেলাশাসক-সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসে খোঁজখবর নেন। বাবা ও দুই ভাই-সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের পর তদন্ত শুরু করেছে পুলিশ ৷
গ্রামের যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মেয়েটির:সরাই আকিল থানা এলাকার একটি গ্রামের বাসিন্দা 17 বছর বয়সি ওই কিশোরীর সঙ্গে গ্রামেরই এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। দু'জনে প্রায়শই দেখা করত। এ ছাড়া মোবাইলেও কথা হত তাদের। এসপি ব্রিজেশ কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, মেয়েটির প্রেমিক অন্য সম্প্রদায়ের। তাদের প্রেমের কথা বাড়ির লোক জানতে পেরে যায় ৷ এরপরই উভয়ের পরিবার তাদেরকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলে। তা সত্ত্বেও প্রেমিকের সঙ্গে ফোনে গোপনে কথা বলত মেয়েটি ।