নয়াদিল্লি, 17 জানুয়ারি : ভারতীয় সংস্কৃতি জগতে মহীরূহ পতন ৷ 83 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কত্থক সম্রাট পন্ডিত বিরজু মহারাজ (Pandit Birju Maharaj is no more) ৷ শিল্পীর পরিবারের তরফে জানানো হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার গভীর রাতে প্রয়াত হন তিনি ৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের সংস্কৃতি মহলে ৷
দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মানে পদ্মবিভূষণে সম্মানিত হয়েছিলেন তিনি ৷ জানা গিয়েছে, কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি, কয়েকদিন আগেই তাঁর ডায়ালিসিস হয় ৷ রবিবার রাতে হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়, অজ্ঞান হয়ে যান তিনি ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷
আরও পড়ুন : ভাল খবর এবার কাকে আগে জানাব ? শাঁওলির প্রয়াণে শোকাহত অভিনেতা সুদীপ