শ্রীনগর, 3 জুন: জম্মু-কাশ্মীরে অব্যাহত জঙ্গিদের হত্যালীলা ৷ জঙ্গিদের নিশানায় ভিন রাজ্যের শ্রমিক থেকে, সংখ্যালঘু হিন্দু, শিখ সম্প্রদায়ের মানুষ প্রত্যেকেই রয়েছেন ৷ জঙ্গি আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে প্রাণ ভয়ে উপত্যকা ছাড়তে চাইছেন কাশ্মীরি পণ্ডিতরা ৷ ইতিমধ্যেই কাশ্মীরের বিভিন্ন প্রান্ত থেকে কাশ্মীরি পণ্ডিতরা জম্মুর দিকে রওনা হয়েছেন (kashmiri pandits migration to jammu after the series of civil killings) ৷
বৃহস্পতিবারও উপত্যকায় হত্যলীলা চালিয়েছে জঙ্গিরা ৷ রাতে বদগামের চাদুরা এলাকায় গুলি চালিয়ে খুন করা হয়েছে দিলখুশ কুমার নামে এক পরিযায়ী শ্রমিককে ৷ সে বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ গুলিতে আহত হয়েছেন গুরি নামে আরও এক শ্রমিক ৷ বৃহস্পতিবারই কুলগামের এক ব্যাংকে ঢুকে জঙ্গিরা খুন করে বিজয় কুমার নামে ব্যাংক ম্যানেজারকে ৷ গত 31 মে দক্ষিণ কাশ্মীরের গোপালপোরায় স্কুলের বাইরে জঙ্গিরা খুন করে রজনী বালা নামে এক স্কুল শিক্ষিকাকে ৷ শুধু মাত্র মে মাসেই জম্মু-কাশ্মীরে 7 জন প্রাণ হারিয়েছেন উগ্রপন্থীদের হামলায় ৷