পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kashmiri Pandit Shot Dead: ফের রক্তাক্ত ভূস্বর্গ, কাশ্মীরি পণ্ডিতের প্রাণ কাড়ল জঙ্গির গুলি

আবারও সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরে (Terror Attack in Jammu and Kashmir) ৷ জঙ্গিদের গুলিতে মৃত্যু হল এক কাশ্মীরি পণ্ডিতের (Kashmiri Pandit Shot Dead) ৷

Kashmiri Pandit Shot Dead during a Terror Attack in Jammu and Kashmir
ফাইল ছবি

By

Published : Feb 26, 2023, 3:26 PM IST

পুলওয়ামা, 26 ফেব্রুয়ারি:আবারও রক্তাক্ত ভূস্বর্গ (Terror Attack in Jammu and Kashmir) ! জঙ্গিদের ছোড়া গুলিতে প্রাণ গেল এক কাশ্মীরি পণ্ডিতের (Kashmiri Pandit Shot Dead) ৷ রবিবার ঘটনাটি ঘটে পুলওয়ামা জেলার (Pulwama District) আচান গ্রামে (Achan Village) ৷ নিহত ব্যক্তির নাম সঞ্জয় শর্মা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যাংকে নিরাপত্তারক্ষীর কাজ করতেন সঞ্জয় ৷ এদিন স্থানীয় বাজারে যাচ্ছিলেন তিনি ৷ সেই সময়েই তাঁকে লক্ষ করে গুলি চালায় কয়েকজন অজ্ঞাতপরিচয় হামলাকারী ৷ তাতে গুরুতর জখম হন সঞ্জয় ৷ পরবর্তীতে জানা যায়, হামলাকারীরা আদতে জঙ্গিগোষ্ঠীর সদস্য ৷

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, সঞ্জয়ের বাবার নাম কাশীনাথ শর্মা ৷ এদিনের এই হামলার পরই সঞ্জয়কে উদ্ধার করে পুলওয়ামা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, তাঁকে বাঁচানো যায়নি ৷ বস্তুত, হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় তাঁর ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ হওয়ায় সঞ্জয়ের প্রচুর রক্তপাত হয়েছিল ৷ সেই কারণেই তাঁর মৃত্যু হয় ৷ এই ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছে যান নিরাপত্তাবাহিনীর সদস্যরা ৷ তাঁরা ঘটনাস্থল ঘিরে ফেলেন ৷ আততায়ীদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল ও সংলগ্ন এলাকা ব্যারিকেড করে রাখা হয়েছে ৷ পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছেন ৷ হামলাকারী জঙ্গিদের পাকড়াও করতে সবরকমের প্রচেষ্টা করা হচ্ছে ৷

আরও পড়ুন:জম্মু নরওয়ালে জোড়া বিস্ফোরণে আহত বেশ কয়েকজন

উল্লেখ্য, উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের খুনের ঘটনা নতুন কিছু নয় ৷ ইদানিংকালে এমন ঘটনা বেড়েছে ৷ গত বছরের অক্টোবর মাসেই সন্ত্রাসবাদী হামলার শিকার হন এক কাশ্মীরি পণ্ডিত ৷ ক্ষেতে যাওয়ার সময় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় তাঁর ৷ ঘটনাটি ঘটে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় ৷ নিহত সেই ব্যক্তির নাম পূরণ কৃষ্ণ ভাট ৷ পেশায় একজন কৃষক ছিলেন তিনি ৷ এর কিছুদিন পর শোপিয়ানেই আরও এক কাশ্মীরি পণ্ডিতকে খুন করে আততায়ীরা ৷ সেই ঘটনায় নিহত ব্যক্তির নাম, সুনীল পণ্ডিত ৷ তাঁর স্ত্রী সুনিতাকে ইতিমধ্যেই সরকারি চাকরি দেওয়া হয়েছে ৷ শনিবার তাঁর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর ৷ নিহত কাশ্মীরি পণ্ডিতের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি ৷ তথ্য বলছে, গতবছর ভূস্বর্গে একাধিক জঙ্গিহামলায় অন্তত 6 জন কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details