নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর : জম্মু-কাশ্মীর বিধান পরিষদের প্রাক্তন সদস্য ন্যাশনাল কনফারেন্স নেতা ত্রিলোচন সিং ওয়াজিরের পচাগলা দেহ উদ্ধার করা হল দিল্লির একটি আবাসন থেকে ৷ আবাসনটি পশ্চিম দিল্লির বাসাই দারাপুর এলাকায় অবস্থিত ৷ মৃত্যুকালে এই নেতার বয়স হয়েছিল 67 বছর ৷ তবে কীভাবে এই নেতার মৃত্যু হয়েছিল সেই বিষয়ে নিশ্চিত নন পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা ৷
প্রাথমিক তদন্তে জানা গেছে, ত্রিলোচন সিং ওয়াজিরকে গুলি করে খুন করা হয়েছে ৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ ত্রিলোচন সিং ওয়াজিরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ন্যাশানাল কনফারেন্সের একাধিক নেতা-কর্মী এবং তাঁর পরিবারের সদস্যরা ৷