শ্রীনগর, 26 নভেম্বর: বরফ ঢাকা পাহাড়ের মধ্যে দিয়ে চলছে রেলগাড়ি ৷ এমন দৃশ্য সত্যি হতে পারে 2024 সালের প্রথম তিনমাসের মধ্যে ৷ কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত জুড়বে ট্রেনলাইন ৷ উপত্যকাবাসীর সেই স্বপ্ন হয়তো এবার পূরণ হবে ৷ নর্দার্ন রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক দীপক কুমার ইটিভি ভারতের প্রতিনিধিকে তেমনটাই জানিয়েছেন ৷ এই মুহূর্তে উধমপুর, শ্রীনগর আর বারামুল্লার মধ্যে সংযোগকারী লাইনের কাজ চলছে ৷ 111 কিলোমিটার দীর্ঘ এই লাইনটির কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং বলছেন আধিকারিক ৷
"এই কাজ সম্পূর্ণ হলেই উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেলওয়ে লাইন বা ইউএসবিআরএলের কাজ শেষ", বলেন দীপক কুমার ৷ ইতিমধ্যে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, জম্মু ও শ্রীনগর সংযোগকারী উধমপুর-বানিহাল রুটের কাজ এই ডিসেম্বরে বা আগামী বছরের প্রথমে মিটতে পারে ৷ এমনকী উপত্যকায় বন্দে ভারত এক্সপ্রেস চলার কথাও ঘোষণা করেছিলেন ৷
19 অক্টোবর তিনি সোশাল মিডিয়ায় জানান, "জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত নতুন রেলওয়ে লাইনে বন্দে ভারত চলবে খুব শীঘ্রই ৷ এই অর্থবর্ষের শেষে অর্থাৎ 2024 সালের মার্চে জম্মু-শ্রীনগর রেললাইনে ট্রেন চলবে ৷ ওই উচ্চতা এবং তাপমাত্রায় চলার জন্য বিশেষ ট্রেন তৈরি করা হয়েছে ৷" 2019 সালের 6 নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, 2020 সালের মধ্যে উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেলওয়ে লাইনের কাজ শেষ হবে ৷ 272 কিলোমিটার দীর্ঘ এই লাইন তৈরিতে 27 কোটি 949 লক্ষ টাকা খরচ হয়েছে ৷ পরে সেই সময় পিছিয়ে যায় ৷