বারাণসী, 12 ডিসেম্বর : প্রস্তুত বারাণসীর কাশী বিশ্বনাথ করিডর (Kashi Vishwanath Corridor) ৷ শুধু অপেক্ষা সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে উদ্বোধনের (PM Narendra Modi inaugurate Kashi Vishwanath Corridor) ৷ তার পর সেখানকার মানুষ এবং পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বহু প্রতিক্ষীত এই করিডরটি ৷ আশা করা হচ্ছে, কেন্দ্রের অন্যতম বড় এই প্রকল্পের জেরে ধর্মীয় শহরের পর্যটন আরও শক্তিশালী হবে ৷ আর আগামী বছরের শুরুতে উত্তরপ্রদেশ নির্বাচনের আগে ঐতিহাসিক কাশী বিশ্বনাথ মন্দিরকে ঘিরে তৈরি হওয়া এই প্রকল্পের উদ্বোধন বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷
কাশী বিশ্বনাথ করিডরের মূল প্রবেশদ্বার এবং অন্যান্য কারুকার্য পাথর দিয়ে তৈরি ৷ এছাড়াও ব্যবহার হওয়া অন্যান্য জিনিসগুলি ঐতিহ্যশালী কারুশিল্পের তৈরি ৷ আর এই করিডরের উদ্বোধনকে ঘিরে বারাণসীর মানুষের মধ্যে এবং সেখানে ঘুরতে যাওয়া দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের মধ্যে দারুণ উৎসাহ রয়েছে (Kashi Vishwanath Corridor Ready to Open for Public) ৷ তাই উদ্বোধনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার কড়কড়ি করা হয়েছে ৷ বিশেষ করে যেখানে প্রধানমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উদ্বোধনে উপস্থিত থাকবেন ৷