পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cyrus Mistry: মাথায় চোট লাগার কারণেই মৃত্যু সাইরাস মিস্ত্রির, অনুমান চিকিৎসকদের

রবিবার বিকেলে মর্মান্তিক পথদুর্ঘটনায় মাত্র 54 বছর বয়সে মারা গিয়েছেন শিল্পপতি সাইরাস মিস্ত্রি ৷ তাঁর আরও একটি পরিচয় তিনি একসময় টাটা সন্সের চেয়ারম্যান ছিলেন (Cyrus Mistry Death) ৷

ETV Bharat
ETV Bharat

By

Published : Sep 5, 2022, 8:06 AM IST

Updated : Sep 5, 2022, 9:00 AM IST

পালঘর, 5 সেপ্টেম্বর: মাথায় চোট লেগেই মারা গিয়েছেন শিল্পপতি সাইরাস মিস্ত্রি ৷ এমনটাই জানালেন কাসার সরকারি হাসপাতালের চিকিৎসক৷ রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মহারাষ্ট্রের পালঘরে মার্সিডিজ বেনজ ডিভাইডারে ধাক্কা মারে ৷ তাতে ছিলেন টাটা সন্সের এই প্রাক্তন চেয়ারম্যান ৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তাঁর গাড়িচালকও ৷ চিকিৎসকদের দাবি সাইরাসকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং মাথায় চোট লাগার কারণেই প্রাণ হারিয়েছেন সাইরাস (Cyrus Mistry suffered head injury in Palghar Road Accident) ৷

পালঘর পুলিশ জানিয়েছে, সাইরাস মিস্ত্রি আমেদাবাদ থেকে মুম্বই যাচ্ছিলেন ৷ মার্সিডিজ বেনজ গাড়িটিতে চারজন ছিলেন ৷ সাইরাস-সহ আরেকজন ঘটনাস্থলেই মারা যান ৷ বাকি দু'জনকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ একটি সংবাদসংস্থাকে ওই হাসপাতালের চিকিৎসক শুভম সিং বলেন, "প্রথমে সাইরাস মিস্ত্রি ও জাহাঙ্গির দিনশা পান্ডোলকে আনা হয়েছিল ৷ তবে ততক্ষণে তাঁদের মৃত্যু হয়েছে । বিকেল 5টা নাগাদ আমরা তাঁদের সরকারিভাবে মৃত ঘোষণা করি ৷"

আরও পড়ুন: দুর্ঘটনার সময় অত্যন্ত দ্রুত গতিতে সাইরাসের গাড়ি চালাচ্ছিলেন এক চিকিৎসক, দাবি পুলিশের

তিনি আরও জানান, 10 মিনিট পরে দ্বিতীয় একটি অ্যাম্বুলেন্সে অন্য দু'জন রোগীকে আনা হয় ৷ দু'জনেই আহত ছিলেন ৷ তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয় ৷ পরে তাঁদের আত্মীয়রা এসে দু'জন আহতকে বিমানে মুম্বই নিয়ে যান ৷ সাইরাস মিস্ত্রির দেহের ময়নাতদন্ত হবে সরকারি হাসপাতালে ৷ এই বিষয়ে ডিস্ট্রিক্ট কালেক্টর জানিয়েছেন, তাঁর শবদেহ জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং সেখানে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হবে ৷ সাইরাস মিস্ত্রির মৃত্যু প্রসঙ্গে ডাঃ শুভম বলেন, "সাইরাস মিস্ত্রির মাথায় চোট লেগেছিল ৷ জাহাঙ্গির দিনশার বাঁ পায় ভেঙে গিয়েছে এবং মাথায় আঘাত লাগে ৷"

পালঘর পুলিশের এসপি বালাসাহেব পাটিলের দাবি, "প্রাথমিক ভাবে মনে হচ্ছে, গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা হয়েছে ৷ অতি দ্রুত গতিতে গাড়ি চালানো হচ্ছিল ৷ তবে তদন্তের পর এর কারণ আরও বিশদে জানা যাবে ৷ 4 জনের মধ্যে একজন মহিলা ছিলেন৷ তিনি এখন চিকৎসাধীন ৷"

আরও পড়ুন: সাইরাস মিস্ত্রির অকাল প্রয়াণে তিনি হতবাক ! টুইটে শোকপ্রকাশ করে বার্তা মোদির

Last Updated : Sep 5, 2022, 9:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details