পালঘর, 5 সেপ্টেম্বর: মাথায় চোট লেগেই মারা গিয়েছেন শিল্পপতি সাইরাস মিস্ত্রি ৷ এমনটাই জানালেন কাসার সরকারি হাসপাতালের চিকিৎসক৷ রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মহারাষ্ট্রের পালঘরে মার্সিডিজ বেনজ ডিভাইডারে ধাক্কা মারে ৷ তাতে ছিলেন টাটা সন্সের এই প্রাক্তন চেয়ারম্যান ৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তাঁর গাড়িচালকও ৷ চিকিৎসকদের দাবি সাইরাসকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং মাথায় চোট লাগার কারণেই প্রাণ হারিয়েছেন সাইরাস (Cyrus Mistry suffered head injury in Palghar Road Accident) ৷
পালঘর পুলিশ জানিয়েছে, সাইরাস মিস্ত্রি আমেদাবাদ থেকে মুম্বই যাচ্ছিলেন ৷ মার্সিডিজ বেনজ গাড়িটিতে চারজন ছিলেন ৷ সাইরাস-সহ আরেকজন ঘটনাস্থলেই মারা যান ৷ বাকি দু'জনকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ একটি সংবাদসংস্থাকে ওই হাসপাতালের চিকিৎসক শুভম সিং বলেন, "প্রথমে সাইরাস মিস্ত্রি ও জাহাঙ্গির দিনশা পান্ডোলকে আনা হয়েছিল ৷ তবে ততক্ষণে তাঁদের মৃত্যু হয়েছে । বিকেল 5টা নাগাদ আমরা তাঁদের সরকারিভাবে মৃত ঘোষণা করি ৷"
আরও পড়ুন: দুর্ঘটনার সময় অত্যন্ত দ্রুত গতিতে সাইরাসের গাড়ি চালাচ্ছিলেন এক চিকিৎসক, দাবি পুলিশের