পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ভাইঝি করুণা শুক্লা - কংগ্রেস নেত্রী

করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ গতকাল মাঝরাতে তাঁর মৃত্যু হয় ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেষ বাঘেল এবং স্বাস্থ্যমন্ত্রী টিএস সিংদেব ৷

করুণা শুক্লা
করুণা শুক্লা

By

Published : Apr 27, 2021, 8:43 AM IST

Updated : Apr 27, 2021, 12:25 PM IST

রায়পুর, 27 এপ্রিল :করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ভাইজি তথা কংগ্রেস নেত্রী করুণা শুক্লার ৷ করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি বেশ কয়েকদিন করুণা রায়পুরের রামকৃষ্ণ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ গতকাল মধ্যরাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

করুণা শুক্লার শেষকৃত্য সম্পন্ন হবে রায়পুরের বালোদাবাজারে ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেষ বাঘেল এবং স্বাস্থ্যমন্ত্রী টিএস সিংদেব ৷ মুখ্যমন্ত্রী ভূপেষ বাঘেল টুইট করে জানান, "আমার করুণা চাচি, অর্থাৎ করুণা শুক্লা আর নেই ৷ নিষ্ঠুর করোনা ওঁকেও নিয়ে নিয়েছে ৷ রাজনীতির বাইরেও ওঁর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে ৷ আমি সবসময় ওঁর আশীর্বাদ পেয়েছি ৷ ওঁর চলে যাওয়াটা মেনে নেওয়া যাচ্ছে না ৷ আমাদের সবাইকে সহ্য করার ক্ষমতা দিক ৷" টুইট করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী টিএস সিংদেব ৷

আরও পড়ুন :করোনা আক্রান্ত সন্দেহে ছুঁল না কেউ, অবহেলায় প্রাণ হারালেন যুবক

করুণা শুক্লা বর্তমানে সমাজকল্যাণ বোর্ডের অধ্যক্ষ ছিলেন ৷ তাঁর আগে তিনি লোকসভার সাংসদ ছিলেন ৷ এছাড়াও, বিজেপির সহ-সভাপতি সহ বিভিন্ন উচ্চপদে ছিলেন তিনি ৷ তবে বিজেপির অবহেলায় ক্ষুব্ধ করুণা 2014 সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেন । সেইসময় কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে বিলাসপুরের প্রার্থী করা হলে সেখানে তিনি পরাজিত হন ৷ দীর্ঘ 32 বছর বিজেপিতে থাকার পর করুণা শুক্লা হঠাৎই কংগ্রেসে যোগদান করেছিলেন ৷

Last Updated : Apr 27, 2021, 12:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details