রায়পুর, 27 এপ্রিল :করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ভাইজি তথা কংগ্রেস নেত্রী করুণা শুক্লার ৷ করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি বেশ কয়েকদিন করুণা রায়পুরের রামকৃষ্ণ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ গতকাল মধ্যরাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷
করুণা শুক্লার শেষকৃত্য সম্পন্ন হবে রায়পুরের বালোদাবাজারে ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেষ বাঘেল এবং স্বাস্থ্যমন্ত্রী টিএস সিংদেব ৷ মুখ্যমন্ত্রী ভূপেষ বাঘেল টুইট করে জানান, "আমার করুণা চাচি, অর্থাৎ করুণা শুক্লা আর নেই ৷ নিষ্ঠুর করোনা ওঁকেও নিয়ে নিয়েছে ৷ রাজনীতির বাইরেও ওঁর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে ৷ আমি সবসময় ওঁর আশীর্বাদ পেয়েছি ৷ ওঁর চলে যাওয়াটা মেনে নেওয়া যাচ্ছে না ৷ আমাদের সবাইকে সহ্য করার ক্ষমতা দিক ৷" টুইট করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী টিএস সিংদেব ৷