পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Karni Sena Founder Passes Away: প্রয়াত করণী সেনার প্রতিষ্ঠাতা লোকেন্দ্র সিং কালভি - করণী সেনার প্রতিষ্ঠাতা লোকেন্দ্র সিং কালভি প্রয়াত

জয়পুরে প্রয়াত করণী সেনার প্রতিষ্ঠাতা লোকেন্দ্র সিং কালভি (Karni Sena Founder Passes Away) ৷ সোমবার গভীর রাতে জয়পুরের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ 2022 সাল থেকে অসুস্থ ছিলেন তিনি ৷

Karni Sena Founder Passes Away ETV BHARAT
Karni Sena Founder Passes Away

By

Published : Mar 14, 2023, 6:02 PM IST

জয়পুর, 14 মার্চ: রাজপুত করণী সেনার প্রতিষ্ঠাতা লোকেন্দ্র সিং কালভি প্রয়াত ৷ সোমবার গভীর রাতে জয়পুরের এসএমএস হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷ 2022 সালে ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকে তিনি অসুস্থ ছিলেন ৷ গতকাল গভীর রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷ আজ বেলা 2টো 15 মিনিটে নাগৌর জেলার কালভি গ্রামে তাঁর শেষকৃত্যু সম্পন্ন হয়েছে (Karni Sena Founder Lokendra Singh Kalvi Passes Away) ৷ সমাজ সংস্কারক হিসেবে করণী সেনা প্রতিষ্ঠা করার আগে, তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ৷

2003 সালে বিজেপি ছেড়ে বেরিয়ে এসেছিলেন লোকেন্দ্র সিং কালভি ৷ সেই সময় দেবী সিং ভাটি নামে বিজেপি থেকে বেরিয়ে আসা এক নেতার সঙ্গে যৌথভাবে সামাজিক ন্যায় মঞ্চ তৈরি করেছিলেন ৷ সেই বছরেই সামাজিক ন্যায় মঞ্চের প্রতীকে রাজস্থান বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ তবে, সামাজিক ন্যায় মঞ্চ কেবল একটি আসনেই জিতেছিল ৷ কিন্তু, রাজনীতিক হিসেবে তেমন প্রভাব তিনি ফেলতে পারেননি ৷ বহুবার রাজনৈতিক দলবদল তার প্রমাণ ৷ 2008 সালে রাজস্থান বিধানসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দেন তিনি ৷

সেখানেও বেশি দিন স্থায়ী হননি ৷ 2014 লোকসভা ভোটের আগে মায়াবতীর নেতৃত্বাধীন ভারতীয় বহুজন সমাজবাদী পার্টিতে যোগ দেন লোকেন্দ্র সিং কালভি ৷ কিন্তু, সেখানেও বিশেষ সুবিধা করতে পারেননি ৷ রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসেন এবং সমাজ সংস্কারকে হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেন ৷ লোকেন্দ্র সিং কালভির পরিচয় ছিল সামাজিক স্তরে ৷ 2006 সালে তিনি করণী সেনা গঠন করেছিলেন ৷ যাদের প্রধান এজেন্ডা ছিল, জাতি ভিত্তিক সংরক্ষণের বিরোধিতা করা ৷

উল্লেখ্য, রাজস্থানের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হত লোকেন্দ্র সিং কালভিকে ৷ বসুন্ধরা রাজের প্রথম সরকারের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করেছিল কালভের করণী সেনা ৷ এমনকি ভারতে জাতিভিত্তিক যে সংরক্ষণ ব্যবস্থা রয়েছে, তার পূর্ণ বিরোধিতা করে তার সংগঠন ৷ যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয় ৷ তবে, শুধু জাতিভিত্তিক সংরক্ষণ নয় ৷ বলিউড পর্যন্ত কালভি এবং তাঁর করণী সেনার প্রকোপ থেকে রেহাই পায়নি ৷

আরও পড়ুন:গ্রেটার নয়ডায় 'ছপক'-এর স্ক্রিনিং আটকাতে তৎপর করনি সেনা

2018 সালে মুক্তি পাওয়া পদ্মাবত সিনেমার বিরোধিতা করেছিল করণী সেনা ৷ সিনেমার নাম পরিবর্তন করতে বাধ্য হয়েছিল নির্মাতারা ৷ প্রথমে সিনেমার নাম ছিল ‘পদ্মাবতী’ ৷ কিন্তু, সেই নাম পরবর্তী সময়ে বদলে ‘পদ্মাবত’ করা হয় ৷ এমনকি সিনেমার একাধিক দৃশ্য এডিট করে দিতে হয় ৷ করণী সেনার সদস্যরা মধ্যপ্রদেশ-সহ দেশের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ আন্দোলন শুরু করে ৷ কোথাও কোথাও অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে ৷ এমনকি 2017 সালে সিনেমার সেটে পর্যন্ত ভাঙচুর করে করণী সেনার সদস্যরা ৷ এমনকি দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ছপক’ সিনেমার স্ক্রিনিং বন্ধের চেষ্টাও করেছিল করণী সেনা ৷

ABOUT THE AUTHOR

...view details