নয়াদিল্লি, 29 অগস্ট : ইদগাহ ময়দানে (Idgah Maidan) হবে গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) উৎসব ৷ কর্নাটকের বেঙ্গালুরুর চামারাজপেটের ইদগাহ ময়দানে গণেশ চতুর্থীর উৎসবের অনুমতি দিয়েছে ওই রাজ্যের হাইকোর্ট (Karnataka High Court) ৷ কিন্তু কর্নাটকের উচ্চ আদালতের সিদ্ধান্তে আপত্তি রয়েছে ওই রাজ্যের ওয়াকফ বোর্ডের ৷ তাই কর্নাটকের ওয়াকফ বোর্ড (Karnataka Waqf Board) সুপ্রিম কোর্টে (Supreme Court) ওই রায়ের বিরুদ্ধে মামলা করল ৷
তাদের হয়ে সুপ্রিম কোর্টে এই মামলাটি লড়বেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল (Senior advocate Kapil Sibal) ৷ তিনি সোমবার দেশের প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের (Chief Justice UU Lalit) নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চকে দ্রুত এই মামলার শুনানির জন্য আবেদন করেছেন ৷ সিবাল ওই আবেদনে দাবি করেছেন যে কর্নাটক হাইকোর্টের ওই নির্দেশে সংশ্লিষ্ট এলাকায় অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি হয়েছে ৷ সংক্ষিপ্ত ওই আবেদন শোনার পর সুপ্রিম কোর্ট আগামিকাল, মঙ্গলবার এই মামলার শুনানিতে সম্মত হয়েছে ৷