পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Shocking Incident in School: স্কুলে বসে মদ্যপানের অভিযোগ, সাসপেন্ড শিক্ষিকা - কর্নাটকে স্কুলের মধ্যে মদ্যপানের অভিযোগ

কর্নাটকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার টেবিল থেকে উদ্ধার হল মদের বোতল (Teacher Caught Red Handed With Alcohol Bottles) ৷ অভিযোগ ক্লাস চলাকালীন ওই শিক্ষিকা মদ্যপান করতেন ৷

karnataka-teacher-caught-red-handed-with-alcohol-bottles-at-school
karnataka-teacher-caught-red-handed-with-alcohol-bottles-at-school

By

Published : Sep 9, 2022, 10:35 AM IST

তুমকুর (কর্নাটক), 9 সেপ্টেম্বর: স্কুলের মধ্যে মদের বোতল সমেত হাতেনাতে ধরা পড়লেন এক শিক্ষিকা (Teacher Caught Red Handed With Alcohol Bottles) ৷ ঘটনাটি ঘটেছে কর্নাটকের তুমকুর জেলার চিক্কাসারাঙ্গি প্রাথমিক বিদ্যালয়ে ৷ অভিযোগ সাত সকালে পড়ুয়াদের পড়ানোর সময়ই তিনি মদ্যপান করছিলেন ৷ অভিযুক্ত শিক্ষিকার নাম গঙ্গা লক্ষআম্মা ৷ তিনি গত 25 বছর ধরে এই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন ৷ জানা গিয়েছে, গত 5 বছর ধরে পারিবারিক বিবাদের জেরে তিনি মদ্যপান শুরু করেন বলে তদন্তে উঠে এসেছে ৷ অভিযোগ প্রকাশ্যে আসার পর তাঁকে সাসপেন্ড করা হয়েছে ৷

অভিযোগ উঠেছে, প্রায়ই স্কুলে ক্লাস নেওয়ার মাঝে তিনি মদ্য়পান করতেন ৷ এমনকী মদ্যপানের পর ক্লাসের ছাত্রছাত্রীদের মারধরও করতেন ৷ আর এ নিয়ে সহকর্মীরা কিছু বললে, তাঁদের সঙ্গেও ঝগড়া করতেন ৷ বিষয়টি জানতে পেরে অভিভাবকরা শিক্ষিকাকে সতর্ক করেছিলেন ৷ বহু বছর ওই স্কুলের শিক্ষকতা করছেন বলে, তাঁকে ভুল শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হয় বলে জানিয়েছেন অভিভাবকরা ৷ কিন্তু, তার পরেও নাকি ওই শিক্ষিকা একই কাজ করে গিয়েছেন ৷ লাগাতার পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহার করা, ক্লাস চলাকালীন মদ্য়পান করা, কোনও কিছুই বাদ যায়নি বলে অভিযোগ সহকর্মী থেকে অভিভাবক সকলেরই ৷

আরও পড়ুন:স্কুল পড়ুয়াদের ব্যাগ বিতরণে প্রধান শিক্ষকের মুখে রাজনৈতিক বক্তব্য, পাশে মুখ্যমন্ত্রীর ছবি, শুরু বিতর্ক

এই বিষয়ে গ্রামবাসী এবং অভিভাবকরা একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষতে অভিযোগ জানালেও, কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ উঠেছে ৷ ফলে এবার স্কুলে তালা বন্ধ করে দেওয়ার হুমকি দিতেই নড়চড়ে বসে জেলা প্রশাসন ৷ স্কুল পরিদর্শক হনুমা নায়েক অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে স্কুলে যান ৷ সেই সময় স্কুলে গ্রামবাসীরাও উপস্থিত ছিলেন ৷ পরিদর্শককে ওই শিক্ষিকার ডেস্কের ড্রয়ার খোলার কথা বলেন স্থানীয়রা ৷ অভিযোগ পরিদর্শক ড্রয়ার খুলতে গেলে বাধা দেন অভিযুক্ত শিক্ষিকা ৷ আর তখনই গ্রামবাসীরা ড্রয়ারের তালা ভেঙে ফেলেন ৷ আর সেখান থেকে উদ্ধার হয় তিনটি মদের বোতল (Teacher Caught With Alcohol Bottles) ৷ এর মধ্যে একটি বোতল ভর্তি ছিল ৷ পরিদর্শকের রিপোর্টের ভিত্তিতে ওই স্কুল শিক্ষিকাকে সাসপেন্ড করেছেন কর্নাটক স্কুল শিক্ষা দফতর ৷

ABOUT THE AUTHOR

...view details