তুমকুর (কর্নাটক), 9 সেপ্টেম্বর: স্কুলের মধ্যে মদের বোতল সমেত হাতেনাতে ধরা পড়লেন এক শিক্ষিকা (Teacher Caught Red Handed With Alcohol Bottles) ৷ ঘটনাটি ঘটেছে কর্নাটকের তুমকুর জেলার চিক্কাসারাঙ্গি প্রাথমিক বিদ্যালয়ে ৷ অভিযোগ সাত সকালে পড়ুয়াদের পড়ানোর সময়ই তিনি মদ্যপান করছিলেন ৷ অভিযুক্ত শিক্ষিকার নাম গঙ্গা লক্ষআম্মা ৷ তিনি গত 25 বছর ধরে এই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন ৷ জানা গিয়েছে, গত 5 বছর ধরে পারিবারিক বিবাদের জেরে তিনি মদ্যপান শুরু করেন বলে তদন্তে উঠে এসেছে ৷ অভিযোগ প্রকাশ্যে আসার পর তাঁকে সাসপেন্ড করা হয়েছে ৷
অভিযোগ উঠেছে, প্রায়ই স্কুলে ক্লাস নেওয়ার মাঝে তিনি মদ্য়পান করতেন ৷ এমনকী মদ্যপানের পর ক্লাসের ছাত্রছাত্রীদের মারধরও করতেন ৷ আর এ নিয়ে সহকর্মীরা কিছু বললে, তাঁদের সঙ্গেও ঝগড়া করতেন ৷ বিষয়টি জানতে পেরে অভিভাবকরা শিক্ষিকাকে সতর্ক করেছিলেন ৷ বহু বছর ওই স্কুলের শিক্ষকতা করছেন বলে, তাঁকে ভুল শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হয় বলে জানিয়েছেন অভিভাবকরা ৷ কিন্তু, তার পরেও নাকি ওই শিক্ষিকা একই কাজ করে গিয়েছেন ৷ লাগাতার পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহার করা, ক্লাস চলাকালীন মদ্য়পান করা, কোনও কিছুই বাদ যায়নি বলে অভিযোগ সহকর্মী থেকে অভিভাবক সকলেরই ৷