শিবমোগা (কর্ণাটক), 3 সেপ্টেম্বর: স্কুলে ক্লাস চলাকালীন পড়ুয়াদের বকা দিতে গিয়ে তাদের পাকিস্তানে চলে যাওয়ার নিদান দিলেন এক শিক্ষিকা ৷ এমনই অভিযোগ উঠেছে কর্ণাটকের শিবমোগার গভর্নমেন্ট ঊর্দু সিনিয়র প্রাইমারি স্কুলের ওই শিক্ষিকার বিরুদ্ধে ৷ এই অভিযোগের প্রেক্ষিতে কড়া অবস্থান নিয়েছে কর্ণাটকের শিক্ষা দফতর ৷ অভিযুক্ত শিক্ষিকাকে অন্যত্র ট্রান্সফারের নির্দেশ দেওয়া হয়েছে শনিবার ৷
অভিযোগ, গত 29 অগস্ট ক্লাস চলাকালীন কয়েকজন পড়ুয়া মনোযোগ না-দেওয়ায় ও ক্লাসরুমে চিৎকার করায় ওই শিক্ষিকা রেগে গিয়ে পড়ুয়াদের পাকিস্তানে চলে যেতে বলেন ৷ অভিভাবকদের অভিযোগ, ওই শিক্ষিকা পড়ুয়াদের বলেন, "এখানে না-থেকে তোমাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত ৷" ওই দিন স্কুল শেষে বাড়ি গিয়ে অভিভাবকদের কাছে গোটা ঘটনার কথা জানায় ওই পড়ুয়ারা ৷
এরপরেই ওই শিক্ষিকার বরখাস্তের দাবি জানান অভিভাবকেরা ৷ এই অভিযোগের কথা জানতে পেরে ওই স্কুলে যান শিবমোগার ব্লক এডুকেশন অফিসার নাগরাজ পি ৷ পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি ৷ তাঁর কাছে অভিভাবকরা ওই শিক্ষিকার সাসপেনশনের দাবি জানান ৷ জানা গিয়েছে, শনিবার ওই শিক্ষিকাকে শিবমোগার গ্রামীণ অঞ্চলে বদলি করা হয়েছে ৷ ব্লক এডুকেশন অফিসার আরও জানিয়েছেন, শিক্ষা দফতরের তরফে একটি কমিটি গঠন করে তদন্ত করে এই অভিযোগ খতিয়ে দেখা হবে ৷
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে ইউজিসির প্রতিনিধি দল
এ প্রসঙ্গে ইটিভি ভারতকে ফোনে ওই ব্লক এডুকেশন অফিসার নাগরাজ পি বলেন, "অভিযোগ পাওয়ার পরেই আমি ওই স্কুলে যাই ও বিষয়টি খতিয়ে দেখি ৷ আমি ওই শিক্ষিকার সঙ্গে কথা বলে তাঁর বয়ানও নিয়েছি ৷" তিনি আরও জানান, গত 9 বছর ধরে এই স্কুলে শিক্ষকতা করছিলেন ওই শিক্ষিকা ৷ আপাতত পড়ুয়া ও অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষিকাকে অন্যত্র ট্রান্সফার করা হয়েছে ৷ ওই স্কুলে তার বদলে অন্য শিক্ষিকাকে পাঠানো হয়েছে ৷