হাভেরি (কর্নাটক), 7 ডিসেম্বর: বিধানসভা নির্বাচনে রিসর্ট রাজনীতি এখন দেশের পরিচিত চিত্র ৷ তবে এ বার কর্নাটকের হাভেরি জেলায় পঞ্চায়েত স্তরেও দেখা গেল এই রিসর্ট রাজনীতি (Karnataka resort politics)৷ গ্রাম পঞ্চায়েত সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে যাতে বাধার মুখে পড়তে না হয়, সে জন্য সভাপতি পদের প্রতিদ্বন্দ্বী এক পুরোহিত গ্রাম পঞ্চায়েত (জিপি) সদস্যদের 40 দিনের জন্য বেঙ্গালুরুর একটি রিসর্টে রেখেছিলেন । পরে তাঁদের বিমানে করে আনা হয় । ঘটনাটি ঘটেছে হাভেরি জেলার রানেবেন্নুর তালুকের দেবরাগুড্ডা গ্রাম পঞ্চায়েতে ।
মালাতেশ দূরাগাপ্পা নায়ার বর্তমানে দেবরাগুড্ডা গ্রাম পঞ্চায়েতের সভাপতি ৷ এই গ্রাম পঞ্চায়েতে 13 জন সদস্য রয়েছেন ৷ গ্রাম পঞ্চায়েত সভাপতির পদ গ্রহণ নিয়ে নায়ার এবং পুরোহিত সন্তোষ ভাটের মধ্যে একটি চুক্তি হয়েছিল । সেই চুক্তি অনুযায়ী 15 মাস সভাপতির দায়িত্ব পালনের পর পদত্যাগ করার কথা ছিল নায়ারের ৷ কিন্তু 15 মাস কেটে গেলেও সভাপতির পদ থেকে পদত্যাগ করতে অস্বীকার করেন তিনি ৷