নয়াদিল্লি, 9 মে:বুধবার বিধানসভা নির্বাচন কর্ণাটকে ৷ দক্ষিণ ভারতে একমাত্র এই রাজ্যেই ক্ষমতাসীন বিজেপি ৷ ফলে স্বাভাবিকভাবেই তাদের এই গড় ধরে রাখতে মরিয়া পদ্ম শিবির ৷ প্রচারের শেষলগ্নে গত কয়েকদিনে এই রাজ্যে কার্যত ঘাঁটি গেড়ে লাগাতার প্রচার চালিয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ ৷ অন্যদিকে, গেরুয়া শিবিরের বিরুদ্ধে এরাজ্যে এবার প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে এমনই মনে করছে কংগ্রেস নেতৃত্ব ৷ ফলে কর্ণাটক এবার তাদের দখলেই আসতে চলেছে বলে মনে করছে হাত শিবির ৷ এই অবস্থায়, ভোটপর্ব চলাকালীন বিজেপি যাতে কোনও অসৎ পন্থা অবলম্বন করতে না পারে তার জন্য দলের বুথস্তরের কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কংগ্রেস ৷
কর্ণাটকের বরিষ্ঠ কংগ্রেস নেতা প্রকাশ রাঠৌর মঙ্গলবার জানিয়েছেন, ক্ষমতা ধরে রাখতে বিজেপি অর্থ, বল সবকিছুর আশ্রয় নিতে পারে ৷ ভোটার তালিকায় কারচুপি, সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া, বুথ লুঠ করারও আশঙ্কা থাকছে ৷ রিটার্নিং অফিসাররাও বিজেপির ইশারায় কাজ করতে পারেন ৷ পৌরভোটে এইসবের সাক্ষী থেকেছে এই রাজ্য ৷ তাই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ৷ ভোটাররা যাতে বুথে গিয়ে তাঁদের ভোট প্রয়োগ করতে পারেন সেদিকে নজর দিতে বলা হয়েছে কংগ্রেস কর্মীদের ৷
বুধবার সকাল 7টা থেকে শুরু হবে কর্ণাটকে ভোটগ্রহণ পর্ব ৷ 224 আসনে এই একদিনেই হবে ভোটগ্রহণ ৷ কংগ্রেস নেতৃত্বের তরফে দলের সব প্রার্থী ও নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে ভোটের দিন সব পরিস্থিতির উপর নজর রাখতে ও দলের ওয়াররুমে রিপোর্ট পাঠাতে ৷ এআইসিসি'র তরফেও এদিন নজর রাখা হবে কর্ণাটকের ভোট প্রক্রিয়ায় ৷ কংগ্রেস নেতাদের আশা এবার অনায়াসে জয়ের ম্যাজিক ফিগার অর্থাৎ 113টি আসন পাবে তারা ৷