চামারাজানগর (কর্নাটক): এক মহিলাকে চড় মারার অভিযোগ উঠল কর্নাটকের মন্ত্রী ভি সোমান্নার বিরুদ্ধে ৷ ঘটনার মুহূর্তের দৃশ্য ধরা পড়েছে ক্যামেরাতেও ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক (Karnataka Minister in Controversy) ৷
বিজেপি শাসিত কর্নাটকের পরিকাঠামো উন্নয়ন মন্ত্রী ভি সোমান্না ৷ শনিবার তিনি চামারাজানগর জেলার হাংগালা গ্রামে জমির দলিল বিতরণের এক সরকারি কর্মসূচিতে অংশ নেন ৷ সেই সময় এক মহিলা তাঁর কাছে জমির দলিল না-পাওয়া নিয়ে অভিযোগ জানান ৷ এরপরেই রেগে ওই মহিলার গালে চড় বসিয়ে দেন মন্ত্রী মশাই (Karnataka minister V Somanna slaps a woman) ৷ তবে মন্ত্রীর এই ব্যবহারের পরেও তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে ওই মহিলাকে ৷